Suvendu Adhikari: হাসিনাই বাংলাদেশের দায়িত্ব নেবেন: শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 29, 2024 | 2:58 PM

Suvendu Adhikari: প্রসঙ্গত, বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা। যদিও তাঁকে ফেরত চাইছে অন্তবর্তী সরকার। তা নিয়ে টানাপোড়েন চলছেই। পত্রবোমা ধেয়ে আসছে লাগাতার। পাল্টা সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে সরব হয়েছে ভারতও।

Suvendu Adhikari: হাসিনাই বাংলাদেশের দায়িত্ব নেবেন: শুভেন্দু
কী বলছেন শুভেন্দু?
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: দিন যত যাচ্ছে ততই বিএনপি-র সঙ্গে অন্তর্বতী সরকারের টানাপোড়েন বেড়েই চলেছে। কখনও ইউনূস শিবির থেকে ধেয়ে আসছে তোপ, আবার কখনও বিনিএপ নেতারা আক্রমণের সুর চড়াচ্ছেন। তবে ভারত বিদ্বেষ জারি আছে পুরোদমেই। তবে পাল্টা এপারের বিজেপি নেতারাও ছেড়ে কথা বলছেন না। এরইমধ্যে এবার বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সাফ বললেন, “বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে।”  

অন্যদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন শুভেন্দু। খোঁচা দিতেও ছাড়েননি। বলেন, “একাত্তরে যাঁরা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যাঁদের জন্য ৩০ লক্ষ বাঙালি শদিহ হয়েছে, যাঁদের জন্য কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছিল, সেই লোকেরা ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এটা জঙ্গিবাদ, মৌলবাদের একটা প্রয়াস মাত্র।”  

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা। যদিও তাঁকে ফেরত চাইছে অন্তবর্তী সরকার। তা নিয়ে টানাপোড়েন চলছেই। পত্রবোমা ধেয়ে আসছে লাগাতার। পাল্টা সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে সরব হয়েছে ভারতও। এখনও জেল বন্দী চিন্ময় কৃষ্ণ। তাঁর জামিন নিয়েও জটলিতা অব্যাহত রয়েছে। 

Next Article