SIR: ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগে এবার আরও কড়া কমিশন
SIR In WB: প্রথমে কেবল বিএলও-দের ফর্ম জমা নেওয়ারই কথা ছিল। সেই মতই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু পরে কমিশনের তরফে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হয়, ফর্ম জমা নিলেই হবে না, ডিজিটাইজেশন করতে হবে। এরপরই একাধিক জায়গায় বিএলও-দের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

কলকাতা: এসআইআর-এর কাজে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগে এবার কড়া কমিশন। সব জেলার DEOকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। অস্থায়ী কর্মী, বাংলার সহায়তা কর্মীদের ডেটা এন্ট্রির কাজে নিয়োগ করা যাবে না। স্পষ্ট বার্তা কমিশনের। কয়েক জায়গায় এ ছবি দেখা গিয়েছে। তাঁদের নিয়োগ করা হলে ERO, AERO, BDO-র বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফে।
এদিকে, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে কমিশনের নির্দেশিকা স্মরণ করিয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিই অভিযোগ করেন, রাজ্যের এসআইআর-এর কাজে বহু জায়গায় চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে। যা উচিত নয়। জানতে পারলে ব্যবস্থা নেবে কমিশন।
যদিও এই নিয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য, “নির্বাচন কমিশন কী করবে আর কী করবে না, সেটা শুভেন্দু অধিকারী ঠিক করবেন, এটা হাস্যকর। এই জন্যই তো বলছি নির্বাচন কমিশন বিজেপির কথায় কাজ করছে।”
উল্লেখ্য, প্রথমে কেবল বিএলও-দের ফর্ম জমা নেওয়ারই কথা ছিল। সেই মতই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু পরে কমিশনের তরফে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হয়, ফর্ম জমা নিলেই হবে না, ডিজিটাইজেশন করতে হবে। এরপরই একাধিক জায়গায় বিএলও-দের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাঁদের অভিযোগ, একে তো ফর্ম ডিজিটাইজেশন করার কোনও প্রশিক্ষণ তাঁদের দেওয়া হয়নি। দুই, এক-একটা ফর্ম ডিজিটাইজ করতে সময় লেগে যাচ্ছে ঘণ্টা খানেকের মতো! অনেকেই এই বিষয়টিতে সড়গড় নয়। সেক্ষেত্রে তাঁদের সাহায্য করার জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের কথা বলা হয়েছে।
