Dumdum Station: AC লোকালের উদ্বোধন করে সবে দমদম স্টেশনে পা দিয়েছেন সুকান্ত, অমনি একদল TMC কর্মীরা বলে উঠলেন….
Sukanta Majumdar: এ দিন, শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। এসি লোকালটি শিয়ালদহ থেকে তাঁদের নিয়ে দমদমে আসে।

কলকাতা: AC লোকালের উদ্বোধনের দিনই দমদম স্টেশনে তুলকালাম পরিস্থিতি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। উঠল ‘জয় বাংলা’ স্লোগান। এরপরই দুই দলের কর্ম-সমর্থকদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ দিন, শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। এসি লোকালটি শিয়ালদহ থেকে তাঁদের নিয়ে দমদমে আসে। তারপর বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত। সেই সময়ই দেখা যায়, হঠাৎ করে INTTUC-র একদল সদস্য স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা বলতে থাকেন বিজেপি বাংলা বিরোধী। ‘জয় বাংলা’ স্লোগান দেন। চিৎকার করে এক তৃণমূল কর্মী বলেন, “এদের বাংলায় কোনও জায়গা নেই। এরা বাংলা বিরোধী।” আরও একজন পাশ থেকে বলেন, “এই দেখুন বানানটাও ভুল লিখেছে। শীততাপ না করে শীততপ করে দিয়েছে।” আরও এক সদস্য বলতে শুরু করেন, “আমরা কোনও কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না। এরা বাংলা ও বাঙালি বিরোধী। আমাদের বিদেশি বলছি। তাই যেখানেই দেখব সেখানেই জয় বাংলা বলব।”
এ দিকে, এই ঘটনায় ক্ষুব্ধ সুকান্ত বলেন, “রেলমন্ত্রীকে জানাব। ভিডিয়ো করতে বলেছি। ভাল করে ভিডিয়ো করে আরপিএফ-কে দিয়ে রেলমন্ত্রীকে পাঠাব। এরা সকলে তৃণমূলের পতাকা নিয়ে এসেছিল। INTTUC-র লোক নাকি কে জানে। সব শ্রমিক সেজে এসেছিল।” উল্লেখ্য, বাঙালি অস্মিতা ইস্যুকে কেন্দ্র করে তপ্ত রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই ভাষা আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে কার্যত সরগরম রাজ্য।

