State Election Commissioner: রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে চায় নবান্ন, ৫ দিনে পেরিয়েও মেলেনি রাজ্যপালের সই: সূত্র

State Election Commission: সূত্র মারফত জানা যাচ্ছে, ১৮ মে রাজীব সিনহার বিষয়ে প্রস্তাব রাজভবনে পাঠানোর পর এখনও পর্যন্ত সেই প্রস্তাবে সম্মতি মেলেনি। কেন রাজীব সিনহার নাম প্রস্তাব করা হয়েছে, সেই বিষয়টিও জানতে চাইছেন রাজ্যপাল। সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে।

State Election Commissioner: রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে চায় নবান্ন, ৫ দিনে পেরিয়েও মেলেনি রাজ্যপালের সই: সূত্র
রাজীব সিনহা
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2023 | 4:52 PM

কলকাতা: আবার কি রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ তৈরি হচ্ছে? এবার বিতর্ক রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) নিয়োগ নিয়ে। জানা যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে গত ১৮ মে রাজীব সিনহার (Rajib Sinha) নাম প্রস্তাব করেছিল রাজ্য সরকার। উল্লেখ্য, রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে রাজীব সিনহার। তারপর থেকে পাঁচ দিন কেটে গিয়েছে। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, ১৮ মে রাজীব সিনহার বিষয়ে প্রস্তাব রাজভবনে পাঠানোর পর এখনও পর্যন্ত সেই প্রস্তাবে সম্মতি মেলেনি। কেন রাজীব সিনহার নাম প্রস্তাব করা হয়েছে, সেই বিষয়টিও জানতে চাইছেন রাজ্যপাল। সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে। সূত্রের খবর, এই বিষয়ে নবান্নের থেকে আরও তথ্য জানতে চাইছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

উল্লেখ্য, রাজ্যের বর্তমান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত রয়েছেন সৌরভ দাস। তবে তাঁর কার্যকালের মেয়াদ ফুরিয়ে এসেছে। আগামী ২৯ মে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু এদিকে নবান্ন থেকে রাজভবনে ফাইল পাঠানোর পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পরেও সেই ফাইলে এখনও পর্যন্ত সই হয়নি বলেই জানা যাচ্ছে। ২৯ মে বর্তমান নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে ফাইলে সই কি মিলবে রাজ্যপালের থেকে? এমন প্রশ্ন ইতিমধ্য়েই ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে।

রাজ্য সরকার চাইছে, আপাতত রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহাকে নিযুক্ত করতে। কারণ, সৌরভ দাসের কার্যকালের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল। ৩১ মার্চ তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর দুই মাসের জন্য তা বাড়ানো হয়েছিল। কিন্তু নিয়ম অনুযায়ী, সৌরভ দাসের কার্যকালের মেয়াদ আর বাড়ানো সম্ভব নয়। এমন অবস্থায় তাই রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে চাইছে রাজ্য সরকার। এক্ষেত্রে ওয়াকিবহাল মহলের একাংশ মতে করছে, ৩১ তারিখের মধ্যে যদি সই না হয়, তাহলে নতুন করে সংঘাতের বাতাবরণ তৈরি হতে পারে।

ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত