AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biman Bandyopadhyay: ‘আপনি আসুন, আমি গেট থেকে রিসিভ করে বিধানসভায় আনব…’, স্পিকারের আবেদন রাজ্যপালকে

Biman Bandyopadhyay: বললেন, "আমি চাই আজই শপথ হোক। সারা রাজ্যের মানুষ দেখছেন। তামাশার জায়গা করে দিচ্ছেন। রাজ্যপালের বোঝা উচিত। এখনও আমি তাঁর কাছে আবেদন করব আপনি আসুন ওদের শপথবাক্য পাঠ করান।"

Biman Bandyopadhyay: 'আপনি আসুন, আমি গেট থেকে রিসিভ করে বিধানসভায় আনব...', স্পিকারের আবেদন রাজ্যপালকে
রাজ্যপালকে আমন্ত্রণ স্পিকারেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 2:14 PM
Share

কলকাতা: বরাহনগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার তৃণমূলের প্রার্থী রেয়াত হোসেনের শপথ গ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত। সোমবারও বিধানসভা চত্বরে ধরনায় বসে দুই জয়ী তৃণমূল প্রার্থী। জানা যাচ্ছে, আজও তাঁরা রাজ্যপালকে চিঠি পাঠাবেন যাতে বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান। এ প্রসঙ্গে আজ আবার সাংবাদিকদের সামনে মুখ খুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমি চাই আজই শপথ হোক। সারা রাজ্যের মানুষ দেখছেন। তামাশার জায়গা করে দিচ্ছেন। রাজ্যপালের বোঝা উচিত। এখনও আমি তাঁর কাছে আবেদন করব আপনি আসুন ওদের শপথবাক্য পাঠ করান। আমি আপনাকে গেট থেকে রিসিভ করে বিধানসভায় নিয়ে আসব।”

এ দিকে, আজও রাজ্যপালের পাশাপাশি স্পিকারকেও চিঠি পাঠিয়েছেন সায়ন্তিকারা। সে কথা সাংবাদিকদের নিজেই জানান বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এ দিন বলেন, “ওদের চিঠির প্রেক্ষাপটে আমিও চিঠি লিখব।” এর পাশাপাশি তিনি এও বলেন, “আমি আগেই বলেছি আবারও বলছি রাজ্যপাল আসুন বিধানসভায় ওদের শপথ বাক্য পাঠ করান। আর যদি ওনার এখানে আসতে অসুবিধা থাকে তাহলে পরিষদীয় গণতন্ত্রের কনভেশন অনুযায়ী স্পিকারের উপর দায়িত্ব দিন শপথবাক্য পাঠ করাতে।”

স্পিকার এদিন এও জানিয়েছেন, ওঁরা বিধানসভার সদস্য তাই এখানেই ওঁদের শপথ এখানে হওয়া বাঞ্ছনীয়। তিনি বলেন, “এটা এর আগে একাধিকাবার হয়েছে। রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনখড় বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী সহ আরও দুজনকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন। ওর অসুবিধা কোথায়? এটা তো জেদাজেদির প্রশ্ন নয়। সাংবিধানিক প্রধান হিসাবে নিজের দায়িত্ব নিয়ে চিন্তা-ভাবনা করা উচিত।”