SSC Candidate Rally: পরীক্ষার এক মাসও কাটেনি, পুজোর মুখে এবার রাস্তায় SSC-র নতুন চাকরিপ্রার্থীরা
SSC New Candidate: চাকরিহারাদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই ওই সিদ্ধান্ত নেয় এসএসসি। এবার সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ও আরও একাধিক দাবি নিয়ে রাস্তায় নেমেছেন নতুন চাকরিপ্রার্থীরা।

কলকাতা: প্রায় ৮ বছর পর নতুন করে পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেপ্টেম্বর মাসেই নবম-দশম ও একাদশ-দ্বাদশের নতুন নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছে। সেই পরীক্ষার পর এক মাস কাটতে না কাটতেই এবার ফের মিছিল। রাস্তায় নামলেন নতুন চাকরিপ্রার্থীরা। একগুচ্ছ দাবি নিয়ে রাস্তায় নেমেছেন তাঁরা।
১৪ বছর ধরে নিয়োগ নেই, তাই শূন্যপদ আরও বাড়াতে হবে, এমনটাই দাবি আন্দোলনকারীদের। একই পরীক্ষায় চাকরিহারাদের জন্য ১০ নম্বর বরাদ্দ করে তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলেও দাবি করেছেন প্রার্থীরা। এই সব ইস্যু নিয়েই আজ, বৃহস্পতিবার বিকাশ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যান তাঁরা।
শহরে পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে আবারও মিছিলে উত্তাল হল রাজপথ। মিছিল আটকাতে তৎপর পুলিশ। বিকাশ ভবনে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। প্রার্থীদের দাবি, “আমাদের শান্তিপূর্ণভাবে ঢুকতে দেওয়া হোক।”
আন্দোলনকারী প্রার্থীদের মূল দাবিগুলি হল- এক লক্ষ শূন্যপদ বাড়াতে হবে, কারণ ১৪ বছর ধরে কোনও নিয়োগ হয়নি। দ্বিতীয়ত, চাকরিহারাদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া যাবে না। নতুন প্রার্থীদের দাবি, ২০১৬-র প্যানেলের চাকরিহারাদের পৃথকভাবে চাকরি দেওয়া হোক।
মিছিলক কেন্দ্র করে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় করুণাময়ীতে। তবে নিজেদের দাবিতে অনড় তাঁরা। তাঁদের দাবি, আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তাঁরা কোথাও যাবেন না।
