SSC Scam: ০ হয়ে গেল ৫৩! OMR শিটে জালিয়াতি করে কীভাবে শিক্ষক হলেন এরা, দেখুন
SSC Recruitment Scam Update: এসএসসি ইতিমধ্যেই তালিকা তৈরি করে ফেলেছে যে কতজন যোগ্য, কতজন অযোগ্য। সেই তালিকা হাই কোর্টে ও সুপ্রিম কোর্টে পেশও করা হয়েছে। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ‘দাগি’র সংখ্যা ১৮০৩। এরা সকলেই ওএমআর শিটে জালিয়াতি করেছেন বা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন।

এসএসসি ইতিমধ্যেই তালিকা তৈরি করে ফেলেছে যে কতজন যোগ্য, কতজন অযোগ্য। সেই তালিকা হাই কোর্টে ও সুপ্রিম কোর্টে পেশও করা হয়েছে। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ‘দাগি’র সংখ্যা ১৮০৩। এরা সকলেই ওএমআর শিটে জালিয়াতি করেছেন বা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন।
এসএসসি-র তালিকা প্রকাশের আগেই টিভি৯ বাংলার হাতে যে তালিকা এসেছে, তাতে সেই সমস্ত শিক্ষকদের নাম রয়েছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। এরকমই একজনের উদাহরণ হল, এক শিক্ষক। তাঁর বিষয় হল অঙ্ক। অর্থাৎ তিনি অঙ্কের শিক্ষক। এসএসসি-র প্রকাশিত ওএমআর শিটে তাঁর প্রাপ্ত নম্বর ৫৩। আর আসলে তিনি পেয়েছেন শূন্য! সিবিআইয়ের কাছে জমা দেওয়া নথিতে সে কথাই উল্লেখ রয়েছে।
আরেকজন ইতিহাসের শিক্ষক। তিনি সাদা খাতা জমা দিয়েছিলেন, পেয়েছিলেন শূন্য। কিন্তু ওএমআর শিটে দেখা যাচ্ছে তার প্রাপ্ত নম্বর হয়ে গিয়েছে ৫৩!
এরকম একাধিক উদাহরণ রয়েছে। এরা সকলেই দাগি প্রার্থী। আজ এদের নামের তালিকা প্রকাশ করবে এসএসসি। এদের সকলের চাকরি গিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর অবধি তারা চাকরি করতে পারবেন। এসএসসির যে পরীক্ষা হবে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর, সেই পরীক্ষাতেও তারা বসতে পারবেন না।
