AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Result: শুক্রবার SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ, প্রহর গুনছেন চাকরিহারারা

SSC Result: এসএসসি সূত্রে খবর,  এই আট জন চাকরিপ্রার্থী দাবি করেন, তাঁরা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষকতা করেন। তাঁদেরও যাতে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতো অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়া হয়, তা বিবেচনা করতে।

SSC Result: শুক্রবার SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ, প্রহর গুনছেন চাকরিহারারা
শুক্রবার এসএসসি-র ফলপ্রকাশ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 06, 2025 | 4:40 PM
Share

কলকাতা: আগামিকাল, শুক্রবার এসএসসি-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ। সন্ধ্যা ৮ টার পর ফলপ্রকাশ হবে। বারবার খতিয়ে দেখা হচ্ছে রেজাল্ট। চাকরিহারাদের ভাগ‍্য ঝুলছে এই রেজাল্ট। সূত্রের খবর, ৮ জন চাকরিপ্রার্থীর নথি যাচাই করছে এসএসসি।

এসএসসি সূত্রে খবর,  এই আট জন চাকরিপ্রার্থী দাবি করেন, তাঁরা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষকতা করেন। তাঁদেরও যাতে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতো অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়া হয়, তা বিবেচনা করতে। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল, রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষককে তাঁদেরকে অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়া হবে।

ওই আট জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। হাইকোর্ট ওই চাকরিপ্রার্থীদের নথি যাচাই করার নির্দেশ দিয়েছে এসএসসিকে। এই চাকরিপ্রার্থীরা অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পাওয়ার যোগ্য কি না তার নথি যাচাই করে জানাবে এসএসসি। বৃহস্পতিবার সকালে সল্টলেকের আচার্য সদনে নথি যাচাইয়ের জন্য তাঁদের ডেকে পাঠানো হয়।

প্রথমে একাদশ দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হবে, তারপর তার নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর নবম দশমের নথি যাচাইয়ের পর ইন্টারভিউ হবে। দু’টি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্যপদ রয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তার মধ্যে ৩ হাজার ১২০ জন বিশেষ ভাবে সক্ষম‌। ৯৩ শতাংশ পরীক্ষায় বসেছিলেন। ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। এর ফলে ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী।