Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar on High Court: সঞ্জয়ের ফাঁসি চাওয়ার অধিকার নেই রাজ্যের, সাফ বলল হাইকোর্ট

RG Kar on High Court: শিয়ালদহ কোর্ট সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা শোনালেও তা নিয়ে চাপানউতোর কম নয়। শুরু থেকেই ফাঁসির দাবিতে সরব ছিল রাজ্য। শিয়ালদহ কোর্টের রায়ের পরেই খোদ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ফাঁসির দাবি করতে উচ্চ আদালতে যাচ্ছে। তা নিয়েও চাপানউতোর কম হয়নি।

RG Kar on High Court: সঞ্জয়ের ফাঁসি চাওয়ার অধিকার নেই রাজ্যের, সাফ বলল হাইকোর্ট
কী বললেন হাইকোর্টের বিচারপতি? Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2025 | 3:31 PM

কলকাতা: আরজি কর মামলায় ধাক্কা রাজ্যের। সিবিআই তদন্ত করছে, রাজ্যের আবেদন এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। সাফ বলে দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, শিয়ালদহ কোর্ট সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা শোনালেও তা নিয়ে চাপানউতোর কম নয়। শুরু থেকেই ফাঁসির দাবিতে সরব ছিল রাজ্য। শিয়ালদহ কোর্টের রায়ের পরেই খোদ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ফাঁসির দাবি করতে উচ্চ আদালতে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যায় সিবিআই ও রাজ্য, পৃথকভাবে হাইকোর্টে ফাঁসির আবেদন করে। কিন্তু, রাজ্যের এই মামলা করার এক্তিয়ার আছে কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু, এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, ফাঁসি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই। 

সিবিআইয়ের দাবি ছিল এক সময় এই কেসের তদন্ত কলকাতা পুলিশ করছিল। কিন্তু, পরবর্তীতে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। কিন্তু, তাহলে কিসের ভিত্তিতে, কিসের দাবি রাজ্য সঞ্জয়ের ফাঁসির আবেদন করতে পারে? এই বক্তব্যেই কোর্টের কাছে তুলে ধরেছিলেন সিবিআইয়ের আইনজীবী। যদিও রাজ্যের যুক্তি ছিল, যেহেতু সর্বোচ্চ সাজার বাস্তবায়ন রাজ্য সরকার করতে পারে। রাজ্য সরকারের হাতে আইনশৃঙ্খলা আছে। তাই তাঁরা এই আবেদন করতেই পারে। রাজ্যের আইনজীবীর তরফে সুপ্রিম কোর্টের একাধিক রায়ের কথাও তুলে ধরা হয়। কেন রাজ্য সরকার এমনটা করতে পারে তা জোরালভাবে বলা হয়। 

যদিও এদিনের শুনানিতে বিচারপতি মহম্মদ সাব্বর রশিদি স্পষ্টতই বলেন, এই মামলায় সর্বোচ্চ সাজা চাইতে পারবে না রাজ্য সরকার। শুরু থেকেই সিবিআই এই মামলার সঙ্গে যুক্ত ছিল। তাঁরাই তদন্ত করছিল। তাই আপাতত সর্বোচ্চ সাজা চাওয়ার কোনও এক্তিয়ার নেই রাজ্য সরকারের। পরবর্তী সময় কারা সর্বোচ্চ সাজার দাবিতে উচ্চ আদালতে আসতে পারে তাও পরিষ্কার করে দেওয়া হয় আদালতের তরফে। অন্যদিকে এদিনই আবার আরজি কর মামলার পুনর্তদন্তের দাবিতে দ্রুত শুনানির যে আর্জি তিলোত্তমার পরিবারের তরফে করা হয়েছিল তা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়।