Kalyan Attacks Sukanta: ‘জঙ্গি ঢোকাচ্ছেন সুকান্ত, জিতেছেন অনুপ্রবেশকারীদের ভোটে’, বিস্ফোরক কল্যাণ

Kalyan Attacks Sukanta: প্রসঙ্গত, বাংলাদেশে উত্তেজনার রেশ ছড়িয়েছে এপার বাংলাতেও। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরও সক্রিয় হয়েছে বিএসএফ। এরইমধ্যে বাংলার একাধিক প্রান্তে লাগাতার কুখ্যাত সব জঙ্গি ধরা পড়তেই উদ্বেগ আরও বেড়েছে।

Kalyan Attacks Sukanta: ‘জঙ্গি ঢোকাচ্ছেন সুকান্ত, জিতেছেন অনুপ্রবেশকারীদের ভোটে’, বিস্ফোরক কল্যাণ
পাল্টা কী বলছেন সুকান্ত? Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 4:20 PM

কলকাতা: “বাংলায় কোনও জঙ্গি নেই, সন্ত্রাস ক্রিয়েট করা হচ্ছে। মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে। এই জঙ্গিটা কারা তৈরি করেছে? ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। শুভেন্দু অধিকারী মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, রাতেরবেলায় বস্তায় ভরে টাকা এনেছেন।” ঠিক একদিন আগে এই বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর স্পষ্ট অভিযোগ, বাংলায় জঙ্গি ঢোকাচ্ছেন উত্তর পূর্বের মন্ত্রী সুকান্ত। এমনকী তিনি অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছেন বলেও তীব্র কটাক্ষবাণ শানান তিনি। যদিও পাল্টা প্রতিক্রিয়ায় কল্যাণের মানসিক সুস্থতা কামনা করেছেন সুকান্ত।

প্রসঙ্গত, বাংলাদেশে উত্তেজনার রেশ ছড়িয়েছে এপার বাংলাতেও। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরও সক্রিয় হয়েছে বিএসএফ। এরইমধ্যে বাংলার একাধিক প্রান্তে লাগাতার কুখ্যাত সব জঙ্গি ধরা পড়তেই উদ্বেগ আরও বেড়েছে। এরইমধ্যে কল্যাণের মন্তব্যে নতুন করে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। কল্যাণের কথায়, “দিল্লি পুলিশ মানে অমিত শাহর পুলিশ। কেন্দ্র যা বলেছে সেই অনুযায়ী বিএসএফের ব্যর্থতা স্পষ্ট। উত্তর পূর্ব দিয়ে বাংলাদেশিরা ঢুকছে। নর্থ ইস্টের মন্ত্রী সুকান্ত। তার মানে উনিই করাচ্ছেন এসব। জঙ্গি আনাচ্ছেন। সুকান্ত যে ১০ হাজার ভোটে জিতেছেন সেটা অনুপ্রবেশকারীদের ভোটে।” 

এই খবরটিও পড়ুন

যদিও এ প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্টও করেছেন সুকান্ত। তাঁর দাবি, কল্যাণ দলে কোণঠাসা। সে কারণেই এই ধরনের প্রলাপ বকছেন। সুকান্ত লিখছেন, আমি মন থেকে বিশ্বাস করি, ‘আজকে আমার সম্পর্কে করা কল্যাণবাবুর প্রলাপ তাঁর উপর তৈরি হওয়া প্রবল চাপের বহিঃপ্রকাশ। তোষণের সংসারে আবদ্ধ থাকলেও দিনের শেষে তিনি দুর্গা মাতার সন্তান। আমি কায়মনোবাক্যে তাঁর মানসিক সুস্থতা কামনা করি।’