AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Examination: থাকবেন লাঠিসহ পুলিশ, কড়া প্রহরায় হবে রবিবারের চাকরির পরীক্ষা

Kolkata: কলকাতা পুলিশের এলাকায় ৪১ টি পরীক্ষা কেন্দ্র তৈরি হবে। প্রতিটি জায়গায় একজন করে একজন সাব-ইনস্পেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর, দু'জন লাঠি সহ পুলিশ, দুইজন অস্ত্রধারী পুলিশ ও দুইজন করে মহিলা কনস্টেবল পুলিশ কর্মী রাখা নির্দেশ দেওয়া হয়েছে লালবাজার তরফে।

SSC Examination: থাকবেন লাঠিসহ পুলিশ, কড়া প্রহরায় হবে রবিবারের চাকরির পরীক্ষা
এসএসসিImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: Sep 06, 2025 | 7:44 PM
Share

দীক্ষা ভুঁইয়া ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট

কলকাতা: আগামিকাল রয়েছে এসএসএস (SSC) পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশন আবেদন করেছে, সকাল দশটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে যাতে পৌঁছে যান চাকরিপ্রার্থীরা। আর তাই পরীক্ষাকেন্দ্রে যেতে যাতে চাকরিপ্রার্থীদের কোনও অসুবিধা না হয় সেই নিয়ে তৎপর কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের এলাকায় ৪১ টি পরীক্ষা কেন্দ্র তৈরি হবে। প্রতিটি জায়গায় একজন করে একজন সাব-ইনস্পেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর, দু’জন লাঠি সহ পুলিশ, দুইজন অস্ত্রধারী পুলিশ ও দুইজন করে মহিলা কনস্টেবল পুলিশ কর্মী রাখা নির্দেশ দেওয়া হয়েছে লালবাজার তরফে। পরীক্ষা হলের বাইরে কোনও জমায়েত করা যাবে না। পরীক্ষাকেন্দ্রের ভিতরে যাওয়ার জন্য উপযুক্ত নথি দেখাতে হবে। তবেই প্রবেশ করা যাবে। লালবাজার অন্তত তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি পুলিশ কর্মীকে সকাল সাতটার মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজার তরফে।

তবে শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও রাখা হবে কড়া নজর। মুখ্যসচিব মনোজ পন্থ শনিবার একটি বৈঠক করেন জেলাশাসকদের সঙ্গে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, রবিবারের এসএসসি (SSC)-র পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে হবে। জোন ভিত্তিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। সমস্যায় পড়লে কন্ট্রোল রুম গুলির নম্বরে ফোন করতে পারবেন প্রার্থীরা।

বস্তুত, স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, নবম দশমে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় চাকরিপ্রার্থীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। রবিবার মোট ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রে কী নিয়ে যাওয়া যাবে আর কী নিয়ে যাওয়া যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে কমিশন।