ভোটের আগে শিক্ষক নিয়োগের মামলায় স্বস্তি রাজ্যের, নিয়োগে রইল না বাধা

১৫২৮৪ পদে নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। ২০১৪-তে মামলা হওয়ায় বন্ধ হয়ে যায় নিয়োগ প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary teachers recruitment) প্রক্রিয়া

ভোটের আগে শিক্ষক নিয়োগের মামলায় স্বস্তি রাজ্যের, নিয়োগে রইল না বাধা
শীর্ষ আদালতে মিলল স্বস্তি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2021 | 3:50 PM

কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary teachers recruitment) ক্ষেত্রে আর কোনও বাধা রইল না রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের (High Court) ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। আর সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

২০১৪-তে টেট পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। ১৫২৮৪ পদে নিয়োগ হয়। বাকি পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি ছিল, মেধা তালিকা স্বচ্ছ নয়, অনেক ভুল রয়েছে। তাই নিয়োগ বন্ধ করা হোক। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে হয় সেই মামলা। মোট ১৬৫০০ শূন্যপদে নিয়োগের ওপর স্থগিতাদেশ দেন বিচারপতি। জানিয়ে দেন, কোনও নিয়োগ করা যাবে না। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যায়।

এরপর সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানেই স্বস্তি মিলেছিল রাজ্য সরকারের। গত ৪ মার্চ কলকাতা হাইকোর্ট নিয়োগের পক্ষে রায় দিয়েছিল। ডিভিশন বেঞ্চের রায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা ছিল না। নিয়োগে কোনও অসঙ্গতি নেই বলেই জানানো হয়েছিল। ডিভিশন বেঞ্চ ১৬৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগে সায় দিয়েছিল। কিন্তু এরপরই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, আটক বেশ কয়েকজন

এ বার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল চাকরিপ্রার্থীদের আর্জি। অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এর ফলে ওই নিয়োগে আর কোনও বাধা রইল না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট।