Teacher Transfer: বদলি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি শিক্ষকদের, এখনই বদলি নয়, তবে…

Supreme Court: সর্বোচ্চ আদালত এদিন শুনানি পর্বে অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসাবে জানায়, পার্শ্ববর্তী এলাকায় বদলি হওয়া শিক্ষকরা শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন। বাকি যাঁরা দূরে বদলি হয়েছেন, তাঁরা পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে পারেন। তবে ১০-সি ধারা‌ চালুর পর যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, আপাতত তাঁরা স্বস্তি পাচ্ছেন না।

Teacher Transfer: বদলি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি শিক্ষকদের, এখনই বদলি নয়, তবে...
শিক্ষক নিয়োগ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 3:44 PM

কলকাতা: শিক্ষক বদলি মামলায় দূরে বদলি হওয়া শিক্ষকদের স্বস্তি সুপ্রিম কোর্টে। রাজ্যে শিক্ষক নিয়োগ আইনের ১০-সি ধারা কার্যকর হওয়ার আগে চাকরিপ্রাপ্তরা আপাতত বদলির আওতায় আসছেন না বলে জানাল আদালত। সোমবার এই বদলি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন রাজ্যের কাছে আদালত জানতে চায়, কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের কেন ২০০ কিলোমিটার দূরে (কলকাতা থেকে মুর্শিদাবাদ) বদলি করা হল? আদালতের পর্যবেক্ষণ, ‘এই পেশায় অনেক মহিলাও রয়েছেন। তাই এইভাবে বদলির বিষয়টি আমাদের ভাবাচ্ছে।’

সর্বোচ্চ আদালত এদিন শুনানি পর্বে অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসাবে জানায়, পার্শ্ববর্তী এলাকায় বদলি হওয়া শিক্ষকরা শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন। বাকি যাঁরা দূরে বদলি হয়েছেন, তাঁরা পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে পারেন। তবে ১০-সি ধারা‌ চালুর পর যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, আপাতত তাঁরা স্বস্তি পাচ্ছেন না।

মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষক বদলি নিয়ে আগামী ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। সেই হলফনামার পাল্টা হলফনামা দেওয়ার জন্য আরও দু’ সপ্তাহ সময় পেলেন মামলাকারী শিক্ষকরা। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয়কিসান কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এদিন শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১৫ ডিসেম্বর।

স্কুল সার্ভিস কমিশনে এই ১০ সি ধারা কী?

এটি মূলত প্রশাসনিক বদলির একটি আইন। ১৯৯৮ সালের পর থেকে যাঁরা কমিশনের আওতায় চাকরি করছেন, কমিশন চাইলে সরকারের প্রয়োজনে বা কোনও প্রয়োজনে প্রশাসনিক ক্ষেত্রে বদলি করতে পারে। বিধানসভায় এই আইন পাশ হয়েছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড়ও মেলে এই ধারা থেকে। দৃষ্টিহীনতা বা অন্যান্য নির্দিষ্টি শারীরিক কিছু সমস্য়ার ক্ষেত্রে এই ধারা থেকে বাদ পড়তে পারেন শিক্ষক-শিক্ষিকারা।