AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AI Mahalaya: এবার পুজোয় নতুন চমক, এবার দেখুন AI মহালয়া

AI Mahalaya: পরিচালক সৌরভ দাস এবং প্রযোজক সৌমি দত্ত রায় জানান, তাঁদের এই মহালয়ায় দুর্গার মুখের আদল বানানো হয়েছে তাঁদেরই এক ছাত্রীর মুখের আদলে, যাঁর নাম অদ্বিতীয়া মুখোপাধ্যায়। কেন এই এআই ব্যবহার, সে কথাও জানালেন তাঁরা।

AI Mahalaya: এবার পুজোয় নতুন চমক, এবার দেখুন AI মহালয়া
| Updated on: Sep 10, 2025 | 7:33 PM
Share

কলকাতা: দুর্গা পূজা বাঙালির হৃদয়ের পুজো, তবে মহালয়া বাঙালির কাছে অন্য নস্টালজিয়া। রাতে অ্যালার্ম দিয়ে শুয়ে ভোরে ওঠার দিন মহালয়া। পাড়ার মাইকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা শুনে জেগে ওঠার দিন মহালয়া। পূর্ব পুরুষকে তর্পণ করার দিন মহালয়া। এবা সেই মহালয়াতেও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। এআই মহালয়া। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

বর্তমানে ব্যক্তিগত বা পেশাগত জীবনে একটু একটু করে প্রভাব ফেলছে এআই। নির্ভরশীলতাও বাড়ছে ক্রমশ। ছবি থেকে ভিডিয়ো তৈরি, এমনকী নানা অজানা তথ্য নিমেষে খুঁজে দিতে এআই-এর বিকল্প খোঁজা মুস্কিল। সিনেমাতেও ব্যবহার করা হচ্ছে এআই। তাই মহালয়ায় এআই-এর ব্যবহার দেখে অবাক হওয়ার কিছু নেই।

এআই এবং ভিজ্যুয়াল এফেক্টস দ্বারা তৈরি এই মহালয়ার প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সাড়াও পেয়েছেন নির্মাতারা। প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ঝলক।

এই প্রসঙ্গে পরিচালক তথা জনপ্রিয় ভিজ্যুয়াল এফেক্ট শিল্পী সৌরভ দাস জানিয়েছেন, মহালয়া আসলে এক নস্টালজিয়া। মহালয়ায় এআই-এর ব্যবহার করে তিনি আন্তর্জাতিক মাত্রা যোগ করতে চেয়েছেন তিনি। তাঁর কথায়, বিষয়টা একই থাকবে, শুধুমাত্র প্রযুক্তির সাহায্য নিয়ে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা।

পরিচালক সৌরভ দাস এবং প্রযোজক সৌমি দত্ত রায় জানান, তাঁদের এই মহালয়ায় দুর্গার মুখের আদল বানানো হয়েছে তাঁদেরই এক ছাত্রীর মুখের আদলে, যাঁর নাম অদ্বিতীয়া মুখোপাধ্যায়। আর মহাদেবের মুখ তৈরি করা হয়েছে এক ছাত্রের মুখের আদলে। কোনও সাবস্ক্রিপশন ছাড়া ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া পেজে দেখানো হবে সেই মহালয়া।