AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: অন্য লুকে অভিষেক, কে বলবে ইনি রাজনীতিবিদ?

আজ অর্থাৎ শনিবার কিন্তু তেমনটাই হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ইন্সস্টাগ্রাম পেজের স্টোরিতে নিজের দু'টি ছবি পোস্ট করেন। আর সেই ছবি পোস্ট হতেই স্তম্ভিত সকলে। পুজোর আগে পুরো নিজের পুরো লুকই বদলে গিয়েছে তৃণমূল নেতার। শুধু লুক বদলেছে বলা ভুল, একদম ব্যায়ামবীরদের মতো তৈরি করেছেন নিজের শরীর।

Abhishek Banerjee: অন্য লুকে অভিষেক, কে বলবে ইনি রাজনীতিবিদ?
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
| Updated on: Sep 13, 2025 | 7:29 PM
Share

কলকাতা: খেলোয়াড় কিংবা অভিনেতা! নিদেনপক্ষে যাঁরা ব্যায়মবীর তাঁদের তো হামেশাই বিভিন্ন চেহারায় দেখেছেন। কারও ‘সিক্স প্যাক’ কারও ‘এইট প্যাক’। প্রচুর ভক্ত রয়েছে তাঁদের। এমনকী, নিজের পছন্দের নায়ক কিংবা খেলোয়াড়দের বডি দেখে প্রচুর ভক্ত তাদের মতো চেহারা তৈরি করতে চানও। কিন্তু রাজনীতিবিদরাও যদি কখনও এমন লুকে ধরা দেন তাহলে?

আজ অর্থাৎ শনিবার কিন্তু তেমনটাই হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ইন্সস্টাগ্রাম পেজের স্টোরিতে নিজের দু’টি ছবি পোস্ট করেন। আর সেই ছবি পোস্ট হতেই স্তম্ভিত সকলে। পুজোর আগে পুরো নিজের পুরো লুকই বদলে গিয়েছে তৃণমূল নেতার। শুধু লুক বদলেছে বলা ভুল, একদম ব্যায়ামবীরদের মতো তৈরি করেছেন নিজের শরীর। একটি ছবিতে আবার তিনি লিখেছেন, ‘আন ফিলটার্ড’। আর সেই ছবি পোস্ট করতেই তা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিষেকের প্রথম ছবি আর এখনকার ছবি দেখে কার্যত গুলিয়ে ফেলছেন অনেকেই। কেউ-কেউ আবার বলছেন, কঠোর অধ্যাবসায় থাকলে কী কী সম্ভব হয় তা দেখিয়ে দিয়েছেন তিনি।

বস্তুত, প্রায় লক্ষাধিক মানুষ অভিষেককে ইন্সস্ট্রাগ্রামে ফলো করেন। সব সময়ই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন রাজনৈতিক কাজ-কর্মের ছবি পোস্ট করে থাকেন। তবে এই ছবি দেখে লোকজন যে একটু চমকেছেন তা বলাই যায়।