কলকাতা: একুশে জুলাইয়ের মঞ্চে আচমকা রাজন্যা হালদারকে বক্তৃতা দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর কথা শুনে মঞ্চে উঠে গলা ফাটিয়ে বক্তৃতা দিয়েছিলেন তৃণমূলের ছাত্র নেত্রী। নজর কেড়েছিলেন তিনি। পরে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছে তাঁকে। গত বছর জানুয়ারি মাসে যখন প্রথমবার রাজন্যা একটি ছবিতে অভিনয় করেন, তখন শুভেচ্ছাও জানিয়েছিলেন মমতা। কিন্তু মাস চারেক আগেই ঘটে যায় বিপত্তি।
একটি শর্ট ফিল্ম তৈরি করতে গিয়েই সাসপেন্ড হয়ে যান তৃণমূল নেতা প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার। আরজি কর কাণ্ডের পরেই ওই ছবি মুক্তি পায়। সেখানে তরুণী চিকিৎসকের ধর্ষণের ঘটনা তুলে ধরা হয়। এরপরই দুজনের কাছে যায় সাসপেনশনের চিঠি। সেই ঘটনার পর চার মাস কেটে গেলেও এখনও অন্ধকারে প্রান্তিক-রাজন্যা। তাঁদের অবস্থান কী হবে, পরবর্তী পদক্ষেপ কী হবে, তাঁরা বুঝে উঠতে পারছেন না। তাই অবেশেষে মমতা বন্দ্যোওপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
৪ মাসের মধ্যে সাসপেনশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল দলের শৃঙ্খলা কমিটির। সেই সময় অতিক্রান্ত হয়েছে। তারপরও কেন সাসপেনশন তোলা হচ্ছে না? ডিসিপ্লিনারি কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত জানাল না কেন? এই প্রশ্ন তুলেই মমতাকে চিঠি দিয়েছেন প্রান্তিক ও রাজন্যা। চিঠি দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুক ভট্টাচার্যকেও।
উল্লেখ্য, বিতর্কিত ওই ছবি ওটিটি-তে মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। দলের অবস্থানের বাইরে গিয়ে ছবি তৈরি করা হয়েছে, এই অভিযোগেই গত সেপ্টেম্বর মাসে সাসপেন্ড করা হয়েছিল প্রান্তিক ও রাজন্যাকে।