Meeting at Kalighat: অধীরের জেলায় কোন স্ট্র্যাটেজি মমতার, আজ কালীঘাটে মুর্শিদাবাদ নিয়ে বৈঠক
Murshidabad: লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে জোটের প্রভাব কতটা পড়বে, কোন পথেই বা জোটের অঙ্ক মেলাবে ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ দুই শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস, সেদিকে যখন নজর সকলেরই। এরইমধ্যে আজকের এই বৈঠক।
কলকাতা: মুর্শিদাবাদ জেলা সংগঠন নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (১৯.১.২০২৪) শুক্রবার কালীঘাটে এই বৈঠক হবে। অধীরের জেলায় কী স্ট্র্যাটেজি নিতে চলেছে তৃণমূল, কংগ্রেসের সঙ্গে সম্পর্কের সমীকরণই বা কী হবে, এদিনের বৈঠক থেকে সেই সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কী বার্তা দেন তৃণমূলনেত্রী, সেদিকেই তাকিয়ে সবাই।
লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে জোটের প্রভাব কতটা পড়বে, কোন পথেই বা জোটের অঙ্ক মেলাবে ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ দুই শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস, সেদিকে যখন নজর সকলেরই। এরইমধ্যে আজকের এই বৈঠক। অধীর গড়ে কি কংগ্রেসের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এর ডাক দেবে তৃণমূল নাকি সুর নরম থাকবে, তাও দেখার।
অন্যদিকে মুর্শিদাবাদে তৃণমূলের অন্যতম গলার কাঁটা গোষ্ঠীকোন্দল। বারবার সে ছবি সামনেও এসেছে। হুমায়ুন কবীরের সদর্পে ‘বিদ্রোহ’ হোক কিংবা শাওনি সিংহ রায়-আবু তাহের গোষ্ঠীর কোন্দল। পুরভোট থেকে বিধানসভা কিংবা পঞ্চায়েত, দলে বিড়ম্বনা বেড়েছে। এই আবহে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই বা কী বার্তা দেন মমতা, তাকিয়ে সব মহল। একইসঙ্গে সাংগঠনিক কোনও রদবদল হয় কি না সেদিকেও নজর থাকছে এদিনের বৈঠককে কেন্দ্র করে।