Today Weather Update: সূর্য উঠলেও রেহাই নেই বৃষ্টির থেকে, আজ কোন-কোন জেলা ভিজবে? জানুন বিস্তারিত
Today Weather Update: কুয়াশা-মেঘের চাদরে মোড়া থাকলেও দিনে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। স্বাভাবিকের অনেকটা নিচে সর্বোচ্চ তাপমাত্রা। আবার মেঘে ঢাকা আকাশ থাকার জন্যই রাতে পারদপতনে বাধা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি।
কলকাতা: সকাল থেকে ঘন কুয়াশায় মোড়া আকাশ। বেলা বাড়তে সূর্যের মুখ দেখা গেলেও অনবরত বইছে ঠান্ডা হাওয়া। তারপর গতকালের বৃষ্টি। যার জেরে কার্যত জুবুথুবু অবস্থা বঙ্গবাসীর। কুয়াশা-মেঘের চাদরে মোড়া থাকলেও দিনে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। স্বাভাবিকের অনেকটা নিচে সর্বোচ্চ তাপমাত্রা। আবার মেঘে ঢাকা আকাশ থাকার জন্যই রাতে পারদপতনে বাধা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
আবহবিদরা বলছেন, আজ দক্ষিণবঙ্গের ২ জেলায়, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পংয়েও। তুষারপাতেরও সম্ভাবনা এই দুই পাহাড়ি জেলায়। আপাতত কুয়াশার হাত থেকে রেহাই নয়,সতর্কবার্তা আবহাওয়া দফতরের। ফলে দিনে স্যাঁতসেঁতে ঠান্ডাই থাকবে। রাতে ঠান্ডা বাড়ার সম্ভাবনাও আপাতত নেই।
বৃষ্টিতে কনকনে দিন
(এক নজরে বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা)
বাঁকুড়া ১৬.৫ (-৯) শ্রীনিকেতন ১৬.৬ (-৮)
মালদহ ১৬.৮ (-৬) মেদিনীপুর ১৭.১ (-৯)
কৃষ্ণনগর ১৭.২ (-৮) বর্ধমান ১৭.৬ (-৯)
দমদম ১৯.১ (-৬) আলিপুর ১৯.২ (-৭)
তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে। বন্ধনীতে স্বাভাবিকের চেয়ে কত কম