Kunal Ghosh: সীতারাম ইয়েচুরির স্মরণসভার আয়োজন কুণালের, ব্যাপারটা কী?

Kunal Ghosh: আক্রমণ-পাল্টা আক্রামণে রোজই প্রায় বাম নেতা-নেত্রীদের সঙ্গে সম্মুখসমরে দেখা যায় কুণালকে। সামাজিক মাধ্যমে দিনরাত কুণালকে বাপান্ত করেন বাম কর্মীরা। পাল্টা দিতে ছাড়েন না বর্ষীয়ান তৃণমূল নেতাও।

Kunal Ghosh: সীতারাম ইয়েচুরির স্মরণসভার আয়োজন কুণালের, ব্যাপারটা কী?
সীতারামের স্মরণে কুণাল Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2024 | 7:20 PM

কলকাতা: কিছুদিন আগেই বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে আস্ত একটা বই লিখেছেন। এবার সীতারাম ইয়েচুরির স্মরণসভার আয়োজন করে ফেললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টাকি বয়েজ স্কুলে হল আয়োজন। সূত্রের খবর, সীতারাম ইয়েচুরি টাকি বয়েজ উন্নয়নে তাঁর সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছিলেন। সেই উপলক্ষেই অনাড়ম্বরভাবে এই স্মরণসভা পালিত হল। ওয়াকিবহাল মহলের মতে, আপাতভাবে এতে রাজনীতির কোনও যোগ না থাকলেও আয়োজকের ভূমিকায় যখন কুণাল তখন তা নিয়ে চাপানউতোর হবে না এমনটা কী করে হয়!   

আক্রমণ-পাল্টা আক্রামণে রোজই প্রায় বাম নেতা-নেত্রীদের সঙ্গে সম্মুখসমরে দেখা যায় কুণালকে। সামাজিক মাধ্যমে দিনরাত কুণালকে বাপান্ত করেন বাম কর্মীরা। পাল্টা দিতে ছাড়েন না বর্ষীয়ান তৃণমূল নেতাও। এখন বাম শিবিরকে বার্তা দিতেই কি কুণালের বাম নেতাদের স্মরণ? সীতারামকে শ্রদ্ধা জানিয়ে সুকৌশলে আক্রমণ করলেন বাম ব্রিগেডকে? প্রশ্নটা ঘুরছে রাজনৈতিক মহলের আনাচে-কানাচে। 

এই খবরটিও পড়ুন

এরইমধ্যে আরজি কর আবহে কয়েকদিন আগেই কুণালের প্রকাশ করা বিস্ফোরক অডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজনীতির পাড়ায়। অভিযোগ উঠেছিল তৃণমূল সরকারকে কালিমালিপ্ত করতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে হামলার ছক কষা হচ্ছিল। চাপানউতোরের মধ্যে  গ্রেফতার হয়ে গিয়েছিলেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। যদিও এখন তিনি জামিনে মুক্ত। প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান বাম নেতা তথা সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন দিল্লির এইমস হাসপাতালে।