Ravichandran Ashwin: ‘আগের বার তুমিই কোচ ছিলে’, ঘরের মাঠে টানা সেঞ্চুরিতে যা বললেন অশ্বিন
India vs Bangladesh 1st Test: কেরিয়ারের ষষ্ঠ এবং এই ভেনুতে টানা দ্বিতীয় ম্যাচে টেস্ট সেঞ্চুরি। ঘরের মাঠে সেঞ্চুরি করার আনন্দই আলাদা। বিশেষ করে স্ট্যান্ডে যখন বাবা থাকেন। ছেলে হিসেবে গর্বিত অশ্বিনও। এই মাঠে শুধু টেস্ট নয়, সাম্প্রতিক সময় দুর্দান্ত কেটেছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ১০২ রানে অপরাজিত, কী বললেন অশ্বিন?
যেখানে শেষ, ঠিক যেন সেখান থেকেই শুরু। চেন্নাইতে ভারতীয় দল শেষ টেস্ট খেলেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরি করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিন বছর পর। সেই চেন্নাই। প্রতিপক্ষ এ বার বাংলাদেশ। তবে অশ্বিন যেন একই রয়েছেন। দলের কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে নামেন। কেরিয়ারের ষষ্ঠ এবং এই ভেনুতে টানা দ্বিতীয় ম্যাচে টেস্ট সেঞ্চুরি। ঘরের মাঠে সেঞ্চুরি করার আনন্দই আলাদা। বিশেষ করে স্ট্যান্ডে যখন বাবা থাকেন। ছেলে হিসেবে গর্বিত অশ্বিনও। এই মাঠে শুধু টেস্ট নয়, সাম্প্রতিক সময় দুর্দান্ত কেটেছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ১০২ রানে অপরাজিত, কী বললেন অশ্বিন?
ম্যাচ শেষে রবিকে প্রশ্ন করেন আর এক রবি। তিনি রবি শাস্ত্রী। অশ্বিনের কাছে জানতে চান, নিজের শহরে সেঞ্চুরির অভিজ্ঞতা সম্পর্কে। অশ্বিন বলেন, ‘ঘরের মাঠে খেলা সবসময়ই আলাদা অনুভূতি। রবি ভাই শেষ বার আমি সেঞ্চুরি করেছিলাম, তুমি কোচ ছিলে। এখানে নানা স্মৃতি রয়েছে।’ ভারতের স্পেশালিস্ট ব্যাটাররা যেখানে খাবি খেয়েছেন, সেই পিচে অশ্বিনের অনবদ্য ইনিংস। এর রহস্য কী?
ভারতীয় দলে সীমিত ওভারে সুযোগ না পেলেও নিজেকে ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে রেখেছেন অশ্বিন। তামিলনাডুর প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার ও ফাইনালে বিধ্বংসী হাফসেঞ্চুরি করেছিলেন অশ্বিন। চ্যাম্পিয়নও হয়েছে তাঁর টিম। সেই প্রসঙ্গ টেনেই রবি অশ্বিন বলেন, ‘সদ্য টি-টোয়েন্টিতে প্রচুর ম্যাচ খেলেছি। তাই এই ইনিংসটা খেলতে সুবিধা হয়েছে।’
অশ্বিনের কাছে চিপকের পিচ হাতের তালুর মতোই চেনা। যদিও এ বার পরিস্থিতি কিছুটা হলেও আলাদা। অশ্বিনের অবশ্য সমস্যা হয়নি। বরং বলছেন, ‘পুরনো চেন্নাই পিচের মতোই। বলের লাইনে পৌঁছতে পারলে শট খেলা সম্ভব। পার্থক্য বলতে, বাউন্স আর ক্যারি একটু বেশি হয়েছে। বোলার হিসেবে সে সব ভাবছি না। এখনও অনেক বাকি। ব্যাটারদের সুবিধা থাকবে। তেমনই নতুন বল সামলানো চ্যালেঞ্জিং হবে। এখনও আর্দ্রতা রয়েছে।’ পাশাপাশি রবীন্দ্র জাডেজাকেও কৃতিত্ব দিতে ভুলছেন না অশ্বিন। তাঁর সেঞ্চুরিতে জাডেজার সহযোগিতাও রয়েছে, স্বীকার করে নিলেন রবি।