Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুভেন্দুর মতো ‘বিনা অ্যাপয়েন্টমেন্টে’ তুষার মেহতার বাড়িতে ঢোকা যায়? গিয়ে যা দেখলেন কুণাল…

Tushar Mehta Suvendu Adhikari: কুণালের প্রশ্ন, তাহলে শুভেন্দু 'বিনা অ্যাপয়েন্টমেন্টে' ঢুকলেন কীভাবে?

শুভেন্দুর মতো 'বিনা অ্যাপয়েন্টমেন্টে' তুষার মেহতার বাড়িতে ঢোকা যায়? গিয়ে যা দেখলেন কুণাল...
সলিসিটর জেনারেলের বাড়িতে কুণাল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2021 | 4:57 PM

নয়া দিল্লি: ঘরে-বাইরে সলিসিটর জেনারেল তুষার মেহতার উপর চার বাড়ানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। শুভেন্দু অধিকারী সঙ্গে মেহতার সাক্ষাতের অভিযোগ তুলে ইতিমধ্যেই সলিসিটর জেনারেলের পদ থেকে তাঁকে অপসারণের দাবিতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসকদল। সেই ঘটনাবহুল সময় আজব প্রয়াস দেখা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মঙ্গলবার সকালে কোনও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই পায়ে হেঁটে তুষার মেহতার বাড়িতে ঢোকার চেষ্টা করেন তিনি। যদিও তাঁর এই চেষ্টা সফল হয়নি। এখানেই কুণালের প্রশ্ন, তাহলে শুভেন্দু ‘বিনা অ্যাপয়েন্টমেন্টে’ ঢুকলেন কীভাবে?

একজন নারদা চিটফান্ড মামলায় কেন্দ্র তথা সিবিআই-এর আইনজীবী। অপরজন নিজে নারদ মামলার অন্যতম অভিযুক্ত। ফলে শুভেন্দুর সঙ্গে তুষার মেহতার দেখা বা বৈঠক স্বার্থের সংঘাত হিসেবে গণ্য হয়। কিন্তু, এই বৈঠক নিয়ে তৃণমূল হইহই শুরু করতেই দেখা করার বিষয়ে অস্বীকার করেন তুষার এবং শুভেন্দু উভয়েই। অথচ তার আগের দিন দিল্লিতে তুষার মেহতার বাড়িতে শুভেন্দু ঢোকেন, ২০ মিনিট সময় কাটিয়ে বেরিয়ে আসেন। তবে বিতর্ক বেঁধে যাওয়ায় মেহতা বিজ্ঞপ্তি দিয়ে জানান, শুভেন্দু ‘বিনা অ্যাপয়েন্টমেন্টে’ তাঁর বাসভবনে এসেছিলেন। দেখা হয়নি। তিনি বসেছেন, চা পান করেছেন, চলে গিয়েছেন।

কিন্তু তৃণমূল যে এই ইস্যু খুব সহজে হাতছাড়া করবে না তা মোটামুটি স্পষ্ট করে দেওয়া হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, যদি সত্যিই দেখা না হয়ে থাকে তবে তুষার মেহতার বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। বলাই বাহুল্য, তা এখনও করা হয়নি। তারপর থেকে শুভেন্দু বা তুষার কেউ এই নিয়ে কোনও মন্তব্য করেননি। অপরদিকে তৃণমূল আক্রমণে আরও শান দিয়েছে।

আরও পড়ুন: ‘ল্যাজ ছাড়া হনু ঘুরে বেড়াচ্ছে’, বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে ‘উপহাস’ মমতার

সত্যিই ‘বিনা অ্যাপয়েন্টমেন্টে’ তুষার মেহতার বাড়ি ঢোকা যায় কি না, সেটা জানতেই মঙ্গলের সকালে তাঁর বাড়ি যান কুণাল। সলিসিটর জেনারেলের দাবি সত্যি হলে প্রাক্তন সাংসদ হিসেবে তাঁকেও ঢুকতে দেওয়া উচিত, এমনটাই দাবি কুণালের। কিন্তু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। এই নিয়ে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, “এটা তো যে কোনও মানুষের বাড়ি নয় যে অতগুলো গাড়ি, আগ্নেয়াস্ত্র নিয়ে গেলেন আর গেট খুলে দেবে। আজ আমায় পরিষ্কার বলা হল, যাঁদের মামলার বিষয় এবং পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাঁরা ছাড়া কারোর জন্য গেট খোলা হয় না। অর্থাৎ এটা প্রমাণিত, যে শুভেন্দু হঠাৎ গিয়েছেন বলে যে গল্পটা ছাড়া হচ্ছিল, সেটা বিশ্বাসযোগ্য নয়।”

আরও পড়ুন: তালতলার ওসিকে ফোন করে এমন পদের কর্তা বলে পরিচয় দিয়েছিলেন সনাতন তা আদতে নেই-ই! তখনই রুজু মামলা