Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 Bangla Nakshatra Samman 2025: আজ সন্ধ্যায় টিভি৯ বাংলার ‘নক্ষত্র সম্মান’, সম্মানিত করা হবে বিশিষ্টজনদের

TV9 Bangla Nakshatra Samman 2025: বাংলায় বিশিষ্টজনদের সম্মান জানাতে ২০২৩ সালের অক্টোবরে প্রথমবার 'নক্ষত্র সম্মান'-র আয়োজন করে টিভি৯ বাংলা। প্রথম বছরই সেই অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা সেই অনুষ্ঠানে 'আলো' ছড়িয়েছিলেন। সম্মান জানানো হয়েছিল বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের।

TV9 Bangla Nakshatra Samman 2025: আজ সন্ধ্যায় টিভি৯ বাংলার 'নক্ষত্র সম্মান', সম্মানিত করা হবে বিশিষ্টজনদের
Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Mar 19, 2025 | 12:17 PM

কলকাতা: তাঁরা বাঙালির কাছে নক্ষত্র। বাংলার বিভিন্ন ক্ষেত্রে তাঁদের উজ্জ্বল অবদান। তাঁদের সেই অবদানকে সম্মান জানাতেই টিভি৯ বাংলার ‘নক্ষত্র সম্মান’। এবার দ্বিতীয় বর্ষে পা দিল। বুধবার কলকাতার এক পাঁচতারা হোটেলে নক্ষত্র সম্মান অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সম্মান জানানো হবে। অনুষ্ঠানে থাকবেন টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে আরও আলোকিত করে তুলবে।

টিভি৯ নেটওয়ার্কের ‘নব নক্ষত্র সম্মান’ দেশের অন্যতম আকর্ষণীয় এক সম্মাননা অনুষ্ঠান। দক্ষিণ ভারতের মানুষ অপেক্ষায় থাকেন ওই সম্মাননা অনুষ্ঠানের জন্য। সেই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সম্মান জানানো হয়।

দক্ষিণ ভারতের মতো বাংলায় বিশিষ্টজনদের সম্মান জানাতে ২০২৩ সালের অক্টোবরে প্রথমবার ‘নক্ষত্র সম্মান’-র আয়োজন করে টিভি৯ বাংলা। প্রথম বছরই সেই অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা সেই অনুষ্ঠানে ‘আলো’ ছড়িয়েছিলেন। সম্মান জানানো হয়েছিল বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের।

এই খবরটিও পড়ুন

প্রথম বছরে সাড়া জাগানো সাফল্যের পর এবার দ্বিতীয় বর্ষ। বুধবার শহরের পাঁচতারা এক হোটেলে ‘নক্ষত্র সম্মান’-র আয়োজন করেছে টিভি৯ বাংলা। সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠান শুরু হবে। সাহিত্যচর্চা থেকে শুরু করে সিনেমা জগৎ, কিংবা শিল্প-সংস্কৃতিতে বাংলা তথা বাঙালির অবদান অনস্বীকার্য। বুধবার এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের সম্মানিত করা হবে।

বহু বিশিষ্টজন এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে আরও ঝলমলে করে তুলবে বিভিন্ন শিল্পীর পারফরম্যান্স।