Weather Report: বঙ্গোপসাগরে বদলাচ্ছে পরিস্থিতি, শ্রাবণের শুরুতেই বড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
Weather Report: নিম্নচাপের প্রভাবে এবারও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশায়। এখনও পর্যন্ত ৪৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। মনে করা হচ্ছে, নিম্নচাপের বৃষ্টির হাত ধরে কৃষকদের চিন্তা কিছুটা কমবে।
কলকাতা: বর্ষা এসে গেলেও আপাতত মেঘ-বৃষ্টির লুকোচুরি চলছে দক্ষিণবঙ্গে। কখনও আকাশ কালো করে নামছে প্রবল বৃষ্টি। কখনও দেখা যাচ্ছে চড়া রোদ। তবে চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই নামবে ঝেঁপে বৃষ্টি। বৃহস্পতিবারই সে কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আষাঢ় পেরিয়ে সদ্য শুরু হয়েছে শ্রাবণ মাস। আর সেই শ্রাবণের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। চলতি সপ্তাহের শেষেই ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
শনিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২১ জুলাই দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভাসবে কলকাতাও। আগামী সপ্তাহের শুরুতেও জারি থাকবে সেই নিম্নচাপের প্রভাব। চলতে থাকবে বৃষ্টি। সোমবার দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিম্নচাপের প্রভাবে এবারও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশায়। এখনও পর্যন্ত ৪৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। মনে করা হচ্ছে, নিম্নচাপের বৃষ্টির হাত ধরে কৃষকদের চিন্তা কিছুটা কমবে।
এদিকে, আগামী রবিবার হল একুশে জুলাই। ওই দিন বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতায়। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। তবে বৃষ্টি চলছে উত্তরেও। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে।