Weather Update: রেমালের খেলা দেখানো শেষ, আবার তৈরি হয়ে যান গরমে সেদ্ধ হতে
Weather Update: আবহাওয়াবিদদের অনুমান, আগামী কয়েক দিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। রেমালের কারণে ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রায় যে পতনটুকু হয়েছে, সেটা আবার তড়তড়িয়ে বেড়ে যাবে কয়েক দিনের মধ্যেই।
কলকাতা: টানা ঝড়-বৃষ্টিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিকে একপ্রকার বেসামাল করে এবারের মতো ছুটি নিচ্ছে ঘূর্ণি। রেমালের প্রভাবে যে পরিমাণ বৃষ্টি আর সঙ্গে দমকা হাওয়ার দাপট দেখা গিয়েছে, তাতে একপ্রকার বিপর্যস্ত হয়েছে জনজীবন। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে, জল জমে গিয়েছে। একেবারে নাজেহাল অবস্থা। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে একমাত্র স্বস্তি, গরম কমল অনেকটাই। টানা বৃষ্টির মাঝে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমেছে।
সোমবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা কলকাতার স্বাভাবিক তাপমাত্রার থেকে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি দমদমের আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে আজ গরমের অনুভূতি অনেকটাই কম রয়েছে। গতকাল থেকে এই দুর্যোগের আবহে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও এসেছে কলকাতা-সহ একাধিক জেলা থেকে।
তবে আবহাওয়া অফিস থেকে বলে দেওয়া হয়েছে, কাল থেকে দক্ষিণবঙ্গে আর কোনও সতর্কতা থাকছে না। অর্থাৎ, মঙ্গলবার থেকেই আবার একশো আশি ডিগ্রি ঘুরে যাবে খেলা।
আবহাওয়ার যা ভাবগতিক, তাতে আবার বাড়তে চলেছে গরম। আবহাওয়াবিদদের অনুমান, আগামী কয়েক দিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। রেমালের কারণে ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রায় যে পতনটুকু হয়েছে, সেটা আবার তড়তড়িয়ে বেড়ে যাবে কয়েক দিনের মধ্যেই।