Weather Update: উত্তরে বৃষ্টি, উপকূলে মেঘলা আকাশ, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Weather Update : উপকূলীয় জেলাগুলিতে আকাশ মোটামুটি মেঘলা থাকবে। সেই সঙ্গে উপকূলবাসীর জন্য বিকালের দিকে হাওয়াও থাকবে।
![Weather Update: উত্তরে বৃষ্টি, উপকূলে মেঘলা আকাশ, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? Weather Update: উত্তরে বৃষ্টি, উপকূলে মেঘলা আকাশ, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/01/Bengal-weather-.jpg?w=1280)
কলকাতা : কবে বৃষ্টির দেখা মিলবে? আপাতত সেই অপেক্ষাতেই বসে রয়েছে কলকাতা এবং দক্ষিণের জেলাগুলি। চৈত্রের চাঁদিফাঁটা রোদ্দুর থেকে একটু নিস্তার খুঁজছে কলকাতা। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) থেকে তেমন কোনও ইঙ্গিত দেওয়া হচ্ছে না। হাওয়া অফিস থেকে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। তবে উপকূলীয় জেলাগুলিতে আকাশ মোটামুটি মেঘলা থাকবে। সেই সঙ্গে উপকূলবাসীর জন্য বিকালের দিকে হাওয়াও থাকবে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কোথাও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। অর্থাৎ যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাই থাকবে আপাতত।
দক্ষিণের জেলাগুলি বৃষ্টির জন্য এখনও অপেক্ষায় থাকলেও উত্তরের ছবিটা অনেকটাই আলাদা। প্রায় প্রতিদিনই উত্তরের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে, সেটি আরও চার পাঁচ দিন ধরে চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিরপাতের সর্তকতা জারি করা হচ্ছে হাওয়া অফিস থেকে।
কিন্তু দক্ষিণের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে গরম থেকে এখনই রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। চৈত্রের দাবদাহ থেকে আপাতত নিস্তার নেই কলকাতাবাসীর। এদিকে কিছুদিন আগে পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। তাপমাত্রা ৪০-এর উপরে উঠে গিয়েছিল। কিছুদিন আগে দক্ষিণের বেশ কয়েকটি জায়গায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। দেখা নেই কালবৈশাখীরও। চৈত্র মাস প্রায় শেষ হতে চলল, অথচ এখনও কালবৈশাখীর সেই অর্থে দেখা মেলেনি। বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হয়েছিল বটে, কিন্তু সেই দুই নিম্নচাপের কোনওটাই বঙ্গীয় উপকূলের ধারে কাছে এসে পৌঁছায়নি। ফলে, বৃষ্টির কোনও দেখা মেলেনি।
আরও পড়ুন : Jagdeep Dhankhar : মাথা ঘোরা ও স্নায়ুর সমস্যা নিয়ে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে রাজ্যপাল
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)