West Bengal Weather Forecast: বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত, পুজোয় বৃষ্টির দাপট
West Bengal, Kolkata Weather Tomorrow: ২৬ সেপ্টেম্বরও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ২৭ সেপ্টেম্বর শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে। কলকাতেও দিনভর মেঘলা আকাশ থাকতে পারে। কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

কলকাতা: পুজো ভরা দুর্যোগ। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ইতিমধ্যেই এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোসাগরের দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। রাত পোহালেই অর্থাৎ শুক্রবার এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ সেপ্টেম্বর সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। ফলে উত্তাল থাকবে সমুদ্র যে কারণে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
২৬ সেপ্টেম্বরও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ২৭ সেপ্টেম্বর শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে। কলকাতেও দিনভর মেঘলা আকাশ থাকতে পারে। কয়েক পশলা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উপকূলের দিকের জেলাগুলিতে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার দেখা মিলতে পারে। অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
হাওয়া অফিস বলছে আগামী বুধবার থেকে আবহাওয়ার অনেকটাই বদল দেখা যেতে পারে। বৃষ্টি আরও বাড়তে পারে ওই দিন থেকে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার এর মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে বেশ কিছু এলাকায়। অন্যদিকে আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৭ সেপ্টেম্বর শনিবার বৃষ্টি বাড়তে পারে গোটা উত্তরবঙ্গেই। এদিকে আবার চতুর্থীর সন্ধ্যাতেও তুমুল বৃষ্টি দেখেছে কলকাতা। চাপে পড়েছেন দর্শনার্থীরা। নানা জায়গায় জমেছে জল।
