মমতাকে বিঁধতে হুইল চেয়ারে মিছিল বিজেপির
নন্দীগ্রামে (Nandigramn) ভোটপ্রচারে গিয়ে পায়ে আঘাত পাওয়ার পর হুইল চেয়ারে বসেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)
কলকাতা: নন্দীগ্রামে (Nandigram) ভোটপ্রচারে গিয়ে পায়ে আঘাত পাওয়ার পর হাসপাতালে দু’দিন কাটিয়ে হুইল চেয়ারে বসেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার গোপীবল্লভপুরের সভা থেকে এনিয়ে মমতা অভিযোগের সুরে বলেন, ‘আগে আমাকে সিপিএম মারত, এখন বিজেপি মারছে। আমার পা’কে টার্গেট করা হচ্ছে। কিন্তু আমার লাখ লাখ মা-বোনেদের পায়ে ভর করেই আমি পথ হাঁটব।’ যদিও এই ঘটনাকে ‘নাটক’ এবং ভোটের আগে তৃণমূল নেত্রী সহানুভূতি কুড়নোর চেষ্টা বলে কটাক্ষ করেছে বিজেপি। এবার আরও একধাপ এগিয়ে মমতাকে কটাক্ষ করে শহরে হুইল চেয়ারে বসে মিছিল করল বিজেপি নেতা-কর্মীরা।
বুধবার এক্সাইড থেকে হাজরা পর্যন্ত হুইল চেয়ারে বসে মিছিল করেন বিজেপি কর্মীরা। এই মিছিলের ব্যাখ্যা হিসেবে তাঁরা জানাচ্ছেন, বাংলায় একের পর এক বিজেপি কর্মী খুনের সময় যন্ত্রণা পাননি মুখ্যমন্ত্রী, এখন নিজের জন্য কত ভাবছেন! তাঁদের আরও দাবি, এখন ভোটে হারবেন জেনে মানুষের সমবেদনা হুইল চেয়ারে বসে প্রচার করছেন মমতা।
মমতার আহত হওয়ার ঘটনা নিয়ে ভোটমুখী বাংলায় তীব্র চাঞ্চল্য শুরু হয়। যদিও দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপির নেতা এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) একে নাটক বলে কটাক্ষ করেছেন। অমিত শাহের কটাক্ষ ছিল, ‘মমতা দিদি পায়ে আঘাত পেয়েছেন। কিন্তু সেই আঘাত তিনি কীভাবে পেলেন, তা বোঝাই যাচ্ছে না। নির্বাচন কমিশন বলছে, হামলা নয়, এটা দুর্ঘটনা। ভগবান জানেন আসল সত্যিটা কী।’
শুধু তাই নয় অমিত শাহও বিজেপি কর্মীদের উপর রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে বলেনছেন, ‘মমতা দিদি খুব দুঃখ পেয়েছেন, ভোটের সময় তাঁকে হুইলচেয়ারে ঘুরতে হচ্ছে। কিন্তু আমাদের ১৩০ জন কার্যকর্তার প্রাণ যে আপনারা নিয়েছেন, তাঁদের মায়েদের দুঃখ আপনি জানেন?’
আরও পড়ুন: ‘সুশাসনের কর্মসূচি সুরেলা ধ্বনি তুলেছে’, বাংলায় কার্পেট বম্বিং শুরুর আগে আগমন-বার্তা নমোর
এদিকে বুধবারই প্রকাশ পেয়েছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার। সেখান থেকে আবার বিরোধীদের কটাক্ষের জবাবে মমতা বলেছেন, ‘পিজি-র এতজন ডাক্তার, এমআরআই রিপোর্ট, মেডিক্যাল রিপোর্ট, সবই ভুল? দু-একজন কী বলল, তাতে কিছু আসে যায় না। কাউকে জিজ্ঞেস করুন না, নিজের দুটো পায়ে চলা, আর না চলতে পারা কত বড় ব্যথা। আমার তো মাথায় আঘাত করেছে, দুটো হাত ভেঙে দিয়েছে, আমার চোখেও অপারেশন হয়েছে, গুলিও চালিয়েছে, পেটেও মেরেছে, কতবার অপারেশন হয়েছে। সবই ভাঁওতা, ভুল! ওনাদের কী আছে? আমি হুইলচেয়ারে ঘুরছি আমার কোনও উপায় নেই বলে। আমার খুবই কষ্ট হচ্ছে। কিন্তু আমি মানুষের কষ্টটা বুঝি।’ কিন্তু মমতার প্রতি সমাবেদনা তো নয়ই বরং তাঁর হুইল চেয়ার নিয়ে প্রচারকে কটাক্ষ করতে হুইল চেয়ারে বসেই মিছিল করল বিজেপি।