Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সুশাসনের কর্মসূচি সুরেলা ধ্বনি তুলেছে’, বাংলায় কার্পেট বম্বিং শুরুর আগে আগমন-বার্তা নমোর

বিজেপি (BJP) সূত্রে খবর, নির্বাচন চলাকালীন রাজ্যজুড়ে প্রায় ২১ টি সভা করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ব্যাক টু ব্যাক সফর শুরু করার আগে এ দিন বাংলায় টুইট করেন তিনি।

'সুশাসনের কর্মসূচি সুরেলা ধ্বনি তুলেছে', বাংলায় কার্পেট বম্বিং শুরুর আগে আগমন-বার্তা নমোর
অলংকরণ-অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Mar 17, 2021 | 11:07 PM

কলকাতা: বাংলা দখলের যুদ্ধে বাঙালি আবেগকেই প্রধান হাতিয়ার করছেন নমো (Narendra Modi)। পুরুলিয়ায় জনসভার মাধ্যমে আগামিকাল, অর্থাৎ ১৮ মার্চ থেকে রাজ্যে রীতিমতো কার্পেট বম্বিং শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। এরপর প্রত্যেক এক থেকে দু’দিনের ব্যবধানে একের পর এক সভা করবেন তিনি। বিজেপি (BJP) সূত্রে খবর, নির্বাচন চলাকালীন রাজ্যজুড়ে প্রায় ২১ টি সভা করবেন প্রধানমন্ত্রী। ব্যাক টু ব্যাক সফর শুরু করার আগে এ দিন বাংলায় টুইট করেন তিনি।

বাংলায় আসার আগে বুধবার সন্ধ্যায় বাংলায় টুইট করে আগামন বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আগামিকাল, ১৮ই মার্চ আমি আমার পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের মধ্যে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আনন্দিত। আমি পুরুলিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখব। পশ্চিমবঙ্গ জুড়ে, পরিবর্তনের আকাঙ্খা জেগেছে। বিজেপি-র সুশাসনের কর্মসূচি জনগণের মধ্যে এক সুরেলা ধ্বনি তুলেছে।”

বিজেপি সূত্রে খবর, আগামিকালের পর ২০ মার্চ খড়্গপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। এরপর ২১ মার্চ বাঁকুড়া ও ২৪ মার্চ কাঁথিতে সভা করবেন নমো। নির্বাচন শুরু হওয়ার আগে ও নির্বাচন চলাকালীন উত্তর থেকে দক্ষিণবঙ্গ কার্যত চষে ফেলার পরিকল্পনার রয়েছে তাঁর। সম্ভাব্য সভাস্থলের তালিকায় এরপরই রয়েছে পুরুলিয়ার নাম। ১ এপ্রিল উলুবেড়িয়া ও মথুরাপুর, ৩ এপ্রিল আরামবাগ, ৬ এপ্রিল সভা হতে পারে কোচবিহার ও সোনারপুরে।

পরের ধাপে ১২ এপ্রিল কল্যাণী ও বর্ধমানে প্রচারে নামতে পারেন মোদী। এরপর ১৪ এপ্রিল বারাসত ও কৃষ্ণনগরে সভা করার সম্ভাবনা রয়েছে তাঁর। ১৭ এপ্রিল চলে যাবেন উত্তরবঙ্গে। সম্ভবত সেদিন সভা করবেন গঙ্গারামপুরে। এরপর ২০ এপ্রিল মুর্শিদাবাদে ও ২২ এপ্রিল আসানসোল এবং মালদায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী। শেষ দফা ভোটের আগে চলে আসবেন কলকাতায়। ২৩ এপ্রিল তিনি সভা করতে পারেন দক্ষিণ কলকাতায়।

আরও পড়ুন: ‘ক্ষমতায় আসতে পারবেন না, তাই ভোটটা তৃণমূলকে দিন’, বামপন্থীদের বার্তা মমতার

প্রধানমন্ত্রীর এই সভার সম্ভাব্য তালিকা যে কার্যত নজিরবিহীন তা বলাই চলে। কেননা এই প্রথম দেশের কোনও প্রধানমন্ত্রী একটি বিধানসভা নির্বাচন উপলক্ষে এতগুলি সভা করতে চলেছেন। এর আগে এহেন রেকর্ডের নজির নেই। কৌশলগত দিক থেকে সভার জায়গাগুলিকে এমনভাবে বেছে নেওয়া হয়েছে যাতে তৃণমূল ও সংযুক্ত মোর্চাকে চাপে ফেলা যায়।

আরও পড়ুন: TMC Manifesto 2021: বছরে সাধারণ পরিবারকে ৬ হাজার, ওবিসি-তপসিলিদের ১২ হাজার টাকা ভাতা