নন্দীগ্রামকাণ্ডের জের, রাজ্যের নতুন নিরাপত্তা অধিকর্তা পদে জ্ঞানবন্ত সিং
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পাওয়ার ঘটনার পর অপসারণ করা হয়েছিল নিরাপত্ত আধিকর্তা বিবেক সহায়কে। সেই জায়গায় আনা হল জ্ঞানবন্ত সিংকে।
কলকাতা: নন্দীগ্রামে (Nandigram) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহত হওয়ার ঘটনায় রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বা ডিরেক্টর-সিকিয়োরিটি (Director Security) বিবেক সহায়কে অপসারণ করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। নির্দেশ দেওয়া হয়েছিল, সোমবার বেলা একটার মধ্যে পরবর্তী ডিরেক্টর সিকিউরিটির নাম ঠিক করতে হবে। সেই পদে আনা হল আইপিএস জ্ঞানবন্ত সিংকে। এ দিন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের একাধিক উচ্চপদস্থ আধিকারিককে অপসারণ বা সাসপেন্ড করার ঘটনা আগেও ঘটেছে। তবে পশ্চিমবঙ্গের নিরাপত্তা অধিকর্তাকে সাসপেন্ড করার এই ঘটনা কার্যত নজিরবিহীন। ডিরেক্টর-সিকিয়োরিটির অধীনেই বস্তুত রাজ্যের সমস্ত ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তার রূপরেখা তৈরি হয়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠায় কোপে পড়তে হয়েছিল বিবেক সহায়কে। তাঁর জায়গাতেই নিয়ে আসা হল জ্ঞানবন্ত সিংকে।
প্রসঙ্গত, এর আগে এডিজি আইনশৃঙ্খলা পদে ছিলেন আইপিএস জ্ঞানবন্ত সিং। ভোটের আগেই তাঁকে সেই পদ থেকে সরিয়ে সেখানে জাভেদ শামিমকে নিয়ে আসে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। দিনকয়েক আগে তাঁকেও সরিয়ে দেয় কমিশন। এডিজি আইনশৃঙ্খলা পদে আনা হয় জগমোহনকে।
আরও পড়ুন: ‘আমি স্ট্রিট ফাইটার, ভাঙি তবু মচকাই না’, বাঘমুণ্ডির সভা থেকে মমতা
আইপিএস জ্ঞানবন্ত সিংয়ের নাম যদিও একাধিকবার এর আগে বিতর্ক জড়িয়েছে। খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়ও এই আইপিএস-র বিরুদ্ধে সওয়াল তুলেছিলেন একাধিক। সেই আইপিএস জ্ঞানবন্ত সিংকেই নিয়ে আসা হল নিরাপত্তা অধিকর্তা পদে।
আরও পড়ুন: ভোট প্রচারে ব্যস্ত, এখনই হাজিরা সম্ভব নয়, আইকোরকাণ্ডে সিবিআইকে বার্তা পার্থর