Weather: ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাত আর বৃষ্টি, সতর্কবার্তা হাওয়া অফিসের
Weather: ২ তারিখ রাত থেকে ৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। মেঘলা আকাশ এবং বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে গত কয়েকদিনে।

কলকাতা: গত কয়েকদিনে অনেকটা বদল এসেছে আবহাওয়ায়। মেঘলা আকাশ, হালকা ঝোড়ো হাওয়ার দাপট, অতি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়া দফতর বলছে, ৪ মে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার এই তিন জেলার একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টি হবে। এরপর থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
২ তারিখ রাত থেকে ৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। মেঘলা আকাশ এবং বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে গত কয়েকদিনে। যেটা আরও দিন তিনেক বজায় থাকবে। তবে এরপর আবারও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।
হাওয়া অফিস বলছে, বেশ কিছু ঝঞ্ঝা উত্তর হিমালয় হয়ে সরে যায়, তার প্রভাব খুব একটা এখানে পাওয়া যায় না। তবে এমনও কিছু ঝঞ্ঝা রয়েছে, যেগুলি দক্ষিণ অক্ষাংশে সরে আসে। আর তার ফল পায় রাজ্য। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দেশের সমতলের একটা বড় অংশে বৃষ্টি হয়। এখন যে বৃষ্টি, তা সে কারণেই।
তবে গত কয়েকদিনে ঝড়ের সঙ্গে বজ্রপাতও বেড়েছে। বাজ পড়ে মৃতের সংখ্যাও যথেষ্ট উদ্বেগের। গত এক সপ্তাহে রাজ্যে বজ্রাঘাতে ২০ জনের কাছাকাছি মারা গিয়েছেন। হাওয়া অফিস বলছে, যখনই বাজ পড়বে, তখন নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে। খোলা মাঠে, গাছের তলায় একেবারেই নয়। হাতে ইলেকট্রনিক্স ডিভাইস থাকলে, সেগুলিও সরিয়ে রাখাই শ্রেয় বলছেন বিশেষজ্ঞরা।





