AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: ভোটের আগে পরিকল্পনা কী? বৈঠকে বসছেন কমিশন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তাদের সঙ্গে ওই বৈঠক হওয়ার কথা। আদর্শ আচরণবিধি চালু হলে ওই সব সংস্থা নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। ফলে কাজের সুবিধার্থে কমিশন এখন থেকেই ওই সব সংস্থার উপর নজরদারি রাখতে চাইছে।

Election Commission: ভোটের আগে পরিকল্পনা কী? বৈঠকে বসছেন কমিশন
নির্বাচন কমিশনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2025 | 7:51 PM
Share

কলকাতা: SIR নিয়ে জল্পনার আবহেই কেন্দ্র এবং রাজ্যের প্রায় ২২টি সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা ভোটের আগে পরিকল্পনা ঠিক করতে ছয় মাস আগে ওই বৈঠক করছে কমিশন। বৈঠকে বিএসএফ, ইডি, শুল্ক দফতর, এবং আয়কর দফতর-সহ ২২টির মতো সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের উপস্থিত থাকার কথা। পাচার, আর্থিক লেনদেনের মতো অপরাধমূক কাজগুলি নিয়ন্ত্রণে কাজ করে ওই সব সংস্থাগুলি।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তাদের সঙ্গে ওই বৈঠক হওয়ার কথা। আদর্শ আচরণবিধি চালু হলে ওই সব সংস্থা নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। ফলে কাজের সুবিধার্থে কমিশন এখন থেকেই ওই সব সংস্থার উপর নজরদারি রাখতে চাইছে।

এ দিকে এসআইআর শেষ হওয়ার তিন মাস পরেই রাজ্যে ভোট। তিন মাস পরই হবে বিধানসভা নির্বাচন বলে খবর। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে তিন জেলার অফিসারদের সঙ্গে বৈঠকে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দল। এ দিকে, কোলাঘাট অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের জেলাশাসক, ERO, AEROদের সঙ্গে বৈঠকে করেছে কমিশন। সেখানেই স্পষ্ট জানানো হয়েছে বিষয়টি। কমিশন যদিও জানিয়েছিল, কালীপুজোর পরই রাজ্যে SIR হবে।

এর আগে বাংলায় এসআইআর প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিয়েছে কমিশনের বিশেষ দল। সেখানে এসআইআর-এর প্রস্তুতি নিয়ে রিপোর্টে ফুল মার্কস পেয়েছে এ রাজ্য। একাধিক জেলা শাসক ও বিএলওদের কাজ ও প্রশ্ন উত্তরে খুশি কমিশন।