Make in Bengal: ‘গুগলের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে কাজ’, মমতার বিজনেস কনক্লেভের মঞ্চে শোনা গেল ‘মেক ইন বেঙ্গলের’ কথা
CM Mamata Banerjee: ১৫ বছরের স্মৃতির পাতায় হাঁটতে দেখা যায় আইটিসি লিমিটিডের চেয়ারম্যান সঞ্জীব পুরীকেও। গুগলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের প্রসঙ্গের অবতারণা করে তিনি বলেন, “আমরা গত ১৫ বছর ধরে এ রাজ্যে কাজ করে চলেছি। দু’টি হোটেল ছাড়াও নিউ টাউনে আইটি হাব করার পরিকল্পনা আছে। গুগল আমাদের পার্টনার।”

কলকাতা: ধনধান্য স্টেডিয়ামে মহাসমারোহে হয়ে গেল বিজনেস কনক্লেভ। বসল শিল্পপতিদের চাঁদের হাট। সেখানেই বাংলার শিল্প সম্ভাবনার কথা তুলে ধরলেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কারা। একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাতেও পঞ্চমুখ হলেন প্রত্যেকে। মঞ্চে উঠেই গত ১৫ বছর ধরে কোন রাস্তায় রাজ্য বিনিয়োগ করে চলেছেন সেই খতিয়ান তুলে ধরেন আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। মঞ্চে উঠেই বলেন, “গত ১৫ বছরে ২৬৫০০ কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি। এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য।” এরপরই বড় ঘোষণা করে বলেন, “আমি আরও বিনিয়োগ করব। ৫০০০ মেগাওয়াট ব্যাটারি স্টোরেজ ১২০০০ কোটি টাকার প্রকল্প যা দেশের প্রথম হতে চলেছে যেটি এ রাজ্যে আমরা করতে চলেছি। আমরা আবেদন করেছি। পাশাপাশি উন্নত মানের হাসপাতাল করতে চলেছি। ২০২৭ সালের জানুয়ারিতে ১৫৮০০ কোটি টাকার প্রকল্প শুরু করব।”
অন্যদিকে রাজ্যে কীভাবে নতুন শিল্পের সম্ভাবনা তৈরি হচ্ছে তা তুলে ধরতে দেখা যায় অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়াকে। একইসঙ্গে মমতার প্রশংসা শোনা যায় তাঁর মুখেও। বলেন, সাঁকরাইল এবং ফারাক্কাতে দু’টি ইউনিট তৈরি হয়েছে। কলকাতাতে হেড কোয়ার্টার তৈরি করা গিয়েছে। ৭০ শতাংশ বিনিয়োগ এই রাজ্যে। এরপরই হোটেল-হাসপাতাল নিয়ে বলতে গিয়ে বলেন, “৭ টি হোটেল তাজ গ্রুপের সঙ্গে চলছে। আরও ১০ টা করতে চলেছি এ রাজ্যে। একটি হাসপাতাল দিয়ে শুরু করেছিলাম। এখন ৩টি। আরও ৩টি হাসপাতাল তৈরি করতে চলেছি দুর্গাপুর, তারাতলা এবং নিউ টাউনে। সার্বিক উন্নয় হচ্ছে গোটা রাজ্যে। আমাদের মুখ্যমন্ত্রী সেটাই করে চলেছেন।”
১৫ বছরের স্মৃতির পাতায় হাঁটতে দেখা যায় আইটিসি লিমিটিডের চেয়ারম্যান সঞ্জীব পুরীকেও। গুগলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের প্রসঙ্গের অবতারণা করে তিনি বলেন, “আমরা গত ১৫ বছর ধরে এ রাজ্যে কাজ করে চলেছি। দু’টি হোটেল ছাড়াও নিউ টাউনে আইটি হাব করার পরিকল্পনা আছে। গুগল আমাদের পার্টনার।”
মঞ্চে দেখা যায় টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের ভাইস চেয়ারম্যান উমেশ চৌধুরীকে। তিনি বলেন, “আমরা আগে টিটাগড়ে শুধু ওয়াগান তৈরি করতাম। রাজ্যের বড় ওয়াগন তৈরির পাশাপাশি মেট্রোর রেক এবং ফলতায় জাহাজ কারখানা তৈরি করতে চলেছি। সেখানে ১৬-১৮ টা নেভি ভেসেল তৈরি করা হবে। খুব তাড়াতাড়ি জমি দেওয়া হয়েছে। এক বছরের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। মেট্রো রেকের পাশাপাশি বন্দে মাতরম কোচ তৈরি করব। আমরা মেক ইন ইন্ডিয়ার মতো মেক ইন বেঙ্গলকে এগিয়ে নিয়ে যাব।” অন্যদিকে জেকে গ্রুপের তরফে চৈতন্য সিংহানিয়া বলেন, “আমরা প্রিন্টের পাশাপাশি খড়্গপুরে ফিড প্রসেসিং কারখানা তৈরি করতে পেরেছি। জেকে পেপার প্যাকেজিং কারখানা শুরু করা হয়েছে উলুবেড়িয়াতে।”
