Howrah- Sec V Metro: ‘বাসে খুব ভিড়, বসার জায়গাও পেতাম না’, Sec-V মেট্রোতে নেমে হাসিমুখে আরামের যাত্রার গল্প বললেন যুবক
Kolkata Metro: উদ্বোধনের আগের রাতেই স্টেশনগুলিতে দিয়ে দেওয়া হয়েছে নতুন রুটের ভাড়ার তালিকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন যেতে দিতে হচ্ছে ৩০ টাকা। করুণাময়ী অবধি যেতে দিতে হচ্ছে ৩০ টাকা।

কলকাতা: রাজ্যে এসেছিলেন প্রধামন্ত্রী। শুক্রবারই মহাসমারোহে উদ্বোধন হয়ে গিয়েছে নতুন তিন মেট্রো রুটের। এরইমধ্যে সবথেকে বেশি চর্চা চলছে হাওড়া-সেক্টর ফাইভ রুট নিয়ে। শুক্রবার উদ্বোধনের পরেই সাধারণের জন্য খুলে গিয়েছে মেট্রোর দরজা। ভিড় নেহাৎ কম হল না। আগে শিয়ালদহ পর্যন্ত যাওয়া যাচ্ছিল, এবার সেক্টর ফাইভের অফিস পাড়া থেকে মেট্রো ধরে এবার সোজা হাওড়া যেতে পারায় খুশি যাত্রীরাও। পর দিন সকালেও দেখা গেল ভালই ভিড়।
এদিকে উদ্বোধনের আগের রাতেই স্টেশনগুলিতে দিয়ে দেওয়া হয়েছে নতুন রুটের ভাড়ার তালিকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন যেতে দিতে হচ্ছে ৩০ টাকা। করুণাময়ী অবধি যেতে দিতে হচ্ছে ৩০ টাকা। সেন্ট্রাল পার্ক অবধি যেতেও একই টাকা। সিটি সেন্টার অবধিও তাই।
এদিন সেক্টর ফাইভে মেট্রো ধরতে এসে হাসিমুখেই এক যাত্রী বলছেন, “হাওড়া যেতে আগে তো অনেক সময় যেত। বাসে দীর্ঘ সময় লাগত। এখন মেট্রো হওয়ায় অনেক তাড়াতাড়ি যেতে পারব।” কোন্নগর থেকে আসছিলেন সন্দীপন দত্ত নামে এক যুবক। হাওড়া থেকে মেট্রো ধরছিলেন। নামলেন সেক্টর ফাইভ। বললেন, “আগে তো এক দেড় ঘণ্টার উপর টাইম লেগে যেত। এখন মাত্র ৩০ মিনিটে চলে এলাম। বাসে তো ভিড় থাকে অনেক। বসার বসার জায়গা পেতাম না। এখন আর সেসব অসুবিধা নেই।”
