Dooars: ডুয়ার্স ঘোরার খরচ হয়ে গেল পুরোটাই হাফ, নতুন ব্যবস্থাপনায় জেনে নিন জন প্রতি খরচ
Dooars: বছরভর ডুয়ার্সে হাজার হাজার মানুষের ভিড় থাকে। পাহাড়, খরস্রোতা নদী আর জঙ্গলের মেলবন্ধনে মন ভালো করা দিন কাটাতে সারা বছরই প্রায় মানুষ ভিড় করে সেখানে। তবে বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে পর্যটকদের কথা ভেবে একটা অভিনব সুযোগ এনেছে ডুয়ার্স পর্যটন শাখা।

জলপাইগুড়ি: পর্যটকদের জন্য বিশেষ খবর। এই শীতের মরসুমে ঘুরেই আসুন ডুয়ার্স। এবারের শীতে পর্যটকদের জন্য বিশেষ অফার। অনেকটাই কমে ঘুরে ফেলতে পারবেন ডুয়ার্স, জঙ্গল সাফারিও হয়ে যাবে অন্ততপক্ষে অর্ধেক খরচে। ডুয়ার্সে পর্যটকরা এবার শেয়ার করে গাড়িতে ঘুরতে পারবেন। শেয়ার করে জঙ্গলে জিপসিতে করে সাফারিও করতে পারবেন। আপনি নিজের পছন্দ মতনই এলাকা ঘুরে পারবেন গাড়ি শেয়ার করে। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমাতে এই উদ্যোগ নিয়েছে ‘নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনে’র ডুয়ার্স পর্যটন শাখা। এই নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বছরভর ডুয়ার্সে হাজার হাজার মানুষের ভিড় থাকে। পাহাড়, খরস্রোতা নদী আর জঙ্গলের মেলবন্ধনে মন ভালো করা দিন কাটাতে সারা বছরই প্রায় মানুষ ভিড় করে সেখানে। তবে বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে পর্যটকদের কথা ভেবে একটা অভিনব সুযোগ এনেছে ডুয়ার্স পর্যটন শাখা।
অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, স্বামী-স্ত্রী দু’জনে গিয়েছে ডুয়ার্স ঘুরতে। কিংবা একা কেউ সময় কাটাতে গিয়েছেন, অথবা দু’জন। সেক্ষেত্রে তাঁদের বাজেটের অনেকটাই খরচ হয়ে যায় গাড়ির পিছনেই। অনেকেই বলে থাকেন, ‘যদি গাড়িটা একটু শেয়ার করা যেত…’ এবার তারই সুযোগ থাকছে। এখন কেউ যদি একা অথবা দু’জন পর্যটক জিপ সাফারি করেন অথবা অন্য কোথাও ঘুরতে যান, তাহলে তাঁরা গাড়ি যে কোনও পর্যটকের সঙ্গে শেয়ার করতে পারেন। তাহলে গাড়ি ভাড়া তাঁর নিজের ভাগের অনেকটাই কম পড়বে।
জিপসি ও ছোট গাড়ি, জিপ সাফারি শেয়ারিং-এর ক্ষেত্রে রেট চার্ট
এখন চাইলে পর্যটকরা চাপরামারি মাথা পিছু ২২৫ টাকা
যাত্রা প্রসাদ নজরমিনার , মাথা পিছু ২১০ টাকা
জঙ্গল সাফারি মাথা পিছু ৩৬০ টাকা।
আগে নিয়ম ছিল জিপসিতে দু’জন পর্যটক যান আর চার জন যান তাঁদেরকে ৬ জনের ভাড়া গুনতে হবেই। যা এখন বদলে একে অপরের সঙ্গে শেয়ার করে যেতে পারবেন।
ট্যাক্সির ক্ষেত্রে রেট চার্ট
সাতটি পয়েন্ট মাথা পিছু ৫০০
লাভা, রিশপ, ডেলো ৭৫০ টাকা মাথা পিছু
জলদাপাড়া, দক্ষিণ খয়েরবাড়ি মাথা পিছু ৬৫০ টাকা গুনতে হবে
নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ডুয়ার্স পর্যটন শাখার সম্পাদক শেখ জিয়াউর রহমান বলেন, “আমরা চাই ডুয়ার্সে আরও বেশি পর্যটক আসুক। যে কারণে আমরা সবাই মিলে পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিয়েছি। যেমন একটি নির্দিষ্ট রুটে একটি নির্দিষ্ট রেট চার্ট করা হয়েছে। যেসব পর্যটক ছোটো গাড়ি, বড়ো গাড়ি বা জিপসি অন্য পর্যটকদের সঙ্গে শেয়ার করতে চাইবেন, তাদের খরচ কমবে। পর্যটকরা রাজি হলে একটি জিপসিতে ছ’জনের যাওয়ার ব্যবস্থা আমরা করবো। এতেও পর্যটকদের খরচ কমবে।”
চালসার ছোট গাড়ি ব্যবসায়ী কমল মুখি বলেন, “এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কম খরচে আমরা পর্যটকদের পরিষেবা দিতে চাই।” পর্যটকরা তো বেজায় খুশি। এক জন তো বলেই ফেললেন, “এর থেকে ভাল কথা কী আর কিছু আছে। আমরা যাঁরা ঘুরতে ভালবাসি, তাঁরা তো সবাই জানি আমাদের খরচ বেশিরভাগটা গাড়িতেই যায়। সেক্ষেত্রে কস্ট কাটিং করতে পারলে, তো আমরা আরও বেশি জায়গা ঘুরতে পারব।”
