AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Japanese Cherry Blossoms: জাপানি মেয়েদের সৌন্দর্যের রহস্য লুকিয়ে এই বিশেষ ফুলেই! জেনে নিন এর গুণ..

চেরি ফুল দেখতে যেমন সুন্দর তেমনই এর মধ্যে রয়েছে প্রচুর গুণ। এই ফুল ত্বকের বয়স বাড়তে দেয় না, দাগ ছেপ পড়তে দেয় না। এছাড়াও আছে একাধিক বৈশিষ্ট্য

Japanese Cherry Blossoms: জাপানি মেয়েদের সৌন্দর্যের রহস্য লুকিয়ে এই বিশেষ ফুলেই! জেনে নিন এর গুণ..
জাপানিদের ত্বকের সৌন্দর্য লুকিয়ে এই ফুলেই
| Edited By: | Updated on: Dec 24, 2021 | 11:05 PM
Share

রূপচর্চায় কোরিয়ান বিউটি প্রোডাক্টের যেমন জনপ্রিয়তা বেড়েছে তেমনই আজকাল রূপচর্চায় রমরমা জাপানের এই চেরি ফুলের ( Japanese Cherry Blossoms)। শ্যাম্পু, শাওয়ার জেল, ক্রিম, কন্ডিশনার, ফেসওয়াশ থেকে শুরু করে বডি মিস্ট- সবেতেই আজকাল হিট চেরির ফুল। আর এর পিছনে মুখ্য কারণ কিন্তু সে দেশের মহিলারা। জাপানের মহিলাদের সুন্দর দাগ-ছোপহীন মসৃণ ত্বক, চিকন কালো চুল নজর কাড়ে সকলেরই। সেই সঙ্গে সে দেশের মহিলাদের মুখে পড়ে না বয়সের ছাপ। অ্যাকনে থেকে পিম্পল- ত্বকের এই সব অতি সাধারণ সমস্যাও কিন্তু কাবু করতে পারে না জাপানি মে-বউদের। যে কারণে তাঁদের ডায়েট থেকে রূপচর্চায় নজর থাকে বিশ্ববাসীর।

জাপানের এই বিখ্যাত চেরিফুল নিয়ে অজস্র গল্পকথা রয়েছে। বহু প্রাচীন কাল থেকেই রূপচর্চায় জাপানে ব্যবহার করা হয় চেরিফুল। তাঁদের সৌন্দর্যের রহস্য যে লুকিয়ে এই চেরিফুলেই তা কিন্তু জাপানের রূপকথার গল্প থেকেই জানা যায়। সে দেশে চেরি ফুল সাকুরা নামে পরিচিত। জানুয়ারি থেকে মে পর্যন্ত জাপানে ফোটে এই চেরি ফুল। সবচেয়ে বেশি ফোটে মার্চ-এপ্রিলে। যে কারণে সেখানে বসন্তের দূত বলা হয় চেরি ফুলকে ( Japanese Cherry Blossoms)। চেরি ফুলের অপূর্ব নির্যাস যেমন ক্লান্তি দূর করে তেমনই কিন্তু সৌন্দর্য অক্ষুন্ন রাখতেও এর জুড়ি মেলা ভার।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর- চেরি ফুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে। ত্বক থেকে বের করে দেয়ক্ষতিকর বর্জ্য পদার্থকে। এর ফলে ত্বকের কোশে অক্সিজেন সরবরাহ ভাল হয়।

সংক্রমণ থেকে রক্ষা- ত্বককে যে কোনও সংক্রমণের হাত থেকে রক্ষা করে এই ফুল। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যই ত্বককে ভাল রাখতে সাহায্য করে। তাই যাঁদের ত্বক খুবই সংবেদনশীল তাঁদের জন্য খুব ভাল এই ফুল। চেরিফুলের নির্যাস ত্বকের আয়ু বাড়ায়। যার ফলে ত্বকে পড়ে না বয়সের ছাপ।

বয়সের ছাপ পড়তে দেয় না- চেরি ফুল ত্বক থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয়। সেই সঙ্গে কোলাজেনের সিন্থেসিস বাড়িয়ে দেয়। যা ত্বককে মসৃণ করে, কুঁচকে যেতে দেয় না। ত্বককে বিবজ্ঞণ হয়ে যাওয়া রুক্ষ্ম হয়ে যাওয়ার হাত থেকেও বাঁচায়।

কালো ছোপ পড়তে দেয় না- ত্বকে কালো ছোপ (hyperpigmentation) পড়তে দেয় না চেরি ফুল। এই ফুলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। যা মেলানিনের ক্ষরণ নিয়ন্ত্রণে রাখে। সেই সঙ্গে ত্বককে পরিষ্কারও রাখে। ভিটামিন সি থাকায় ত্বক তার প্রয়োজনীয় পুষ্টিও পায় এই চেরি ফুল থেকে।

ফ্যাটি অ্যাসিডে ভরপুর- চেরি ফুলের মধ্যে থাকে ত্বকের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। যা ত্বককে মসৃণ রাখে। ভেতর থেকে পুষ্টি দেয়। এবং রক্ত সঞ্চালন বাড়ায়। এই রক্ত সঞ্চালন ঠিক থাকে বলেই ত্বকের গোলাপি আভা বজায় থাকে।

আরও পড়ুন: Face Mask: শীতে সংবেদনশীল ত্বকের যত্ন নেবেন কীভাবে? রইল টিপস