AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Skin Care Tips: তৈলাক্ত থেকে শুষ্ক, ত্বকের পরিচর্যায় কীভাবে কাজে লাগাবেন আঙুরের রস?

Grapes For Skin Care: শুষ্ক ত্বকেও খুব ভাল কাজ করে আঙুর। ত্বক শুষ্ক হয়ে গেলে ত্বকের লাবণ্য হারিয়ে যায়

Skin Care Tips: তৈলাক্ত থেকে শুষ্ক, ত্বকের পরিচর্যায় কীভাবে কাজে লাগাবেন আঙুরের রস?
আঙুর দিয়ে রূপচর্চা
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 11:44 PM
Share

আরমাত্র দিন দশেক বাজারে পাওয়া যাবে আঙুর। আর এখনকার আঙুর চিনির মত মিষ্টি। আঙুর থেকে তাই কিশমিশ থেকে ওয়াইন বানানোর সেরা সময় কিন্তু এপ্রিল। তবে জানেন কি এই আঙুর দিয়ে খুব ভাল রূপচর্চাও হয়? আঙুরের মধ্যে থাকে ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন বি৬। যা ত্বকের বিভিন্ন সমস্যা রুখে দিতে সাহায্য করে। এছাড়াও ত্বকের লাবণ্য ধরে রাখতেও সাহায্য করে আঙুর। আর তাই দেরি না করে ঝটপট আঙুর কিনে আনুন আর কাজে লাগান রূপচর্চায়। অতিরিক্ত স্ট্রেস থেকে অনেক সময়ই ঘুম কম হয়। আর ঘুম হলেই তখন ডার্ক সার্কেলের সমস্যা হয়। যে কোনও বয়সেই হতে পারে ডার্ক সার্কেলের সমস্যা। এক্ষেত্রেও কাজে লাগিয়ে নিন আঙুর।

আঙুর জলে ধুয়ে ব্লেন্ডারে পিষে নিন। এবার তা চোখের তলায় লাগিয়ে নিন পুরু করে। সারারাত লাগিয়ে রেখে পরদিন সকালে তা ধুয়ে নিন। এইভাবে একসপ্তাহ করতে পারলে ডার্ক সার্কেলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায়।

ত্বক যদি বেশি তৈলাক্ত হয় সেখান থেকে হয় ব্রণর সমস্যাী। এক্ষেত্রেও কিন্তু কাজে লাগানো যায় আঙুর। ত্বকে তেলের ভাগ বেশি থাকলে ব্রণ, পিম্পলের সমস্যা হবেই। ৮-৯ টি কালো আঙুর একসঙ্গে পিষে নিন। এবার এর সঙ্গে মুলতানি মাটি আর সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে।

শুষ্ক ত্বকেও খুব ভাল কাজ করে আঙুর। ত্বক শুষ্ক হয়ে গেলে ত্বকের লাবণ্য হারিয়ে যায়। সেই সঙ্গে চুলকানির সমস্যা হতে পারে। আঙুর আর স্ট্রবেরি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এবার তা মুখে ভাল করে লাগিয়ে নিন। এবার তা শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে ত্বকের লাবণ্য ফিরবে।