Rose Water: স্বাস্থ্যকর ত্বক পেতে গোলাপ জলের জুড়ি মেলা ভার, জেনে নিন বাড়িতে কীভাবে তৈরি করবেন…

গোলাপ জল ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখার মাধ্যমে আপনার ত্বককে সতেজ রাখে। গোলাপ জল সাম্প্রতিক কালের বিউটি প্রোডাক্টও নয়। দীর্ঘদিন থেকেই গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে সৌন্দর্য বৃদ্ধিতে।

Rose Water: স্বাস্থ্যকর ত্বক পেতে গোলাপ জলের জুড়ি মেলা ভার, জেনে নিন বাড়িতে কীভাবে তৈরি করবেন...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2021 | 7:49 AM

আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা প্রাকৃতিক স্কিন কেয়ারের সন্ধান করেন। কারণ, বাজারের প্রোডাক্টের সাইড এফেক্ট সম্বন্ধে তাঁরা প্রতিদিনই বেশ কিছুটা সচেতন হয়ে উঠেছেন। এনারা চোখ বন্ধ করেই ব্যবহার করতে পারেন এই গোলাপ জল। এই পরিবেশে আপনি যদি গোলাপ জল ব্যবহার করেন তা আপনার ত্বকের জন্য খুবই ভাল হবে। সাম্প্রতিককালে গোলাপ জল বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে।

গোলাপের পাপড়ি থেকেই এই গোলাপ জল তৈরি করা হয়। ইরানে প্রথম তৈরি হয়েছিল। এটা আপনার ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। রান্নাতেও যেমন গোলাপ জল ব্যবহার করা হয়, একইভাবে ত্বকের যত্নে ও চুলের যত্নে গোলাপ জলের ব্যবহার অপরিসীম। গোলাপ জল ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখার মাধ্যমে আপনার ত্বককে সতেজ রাখে। গোলাপ জল সাম্প্রতিক কালের বিউটি প্রোডাক্টও নয়। দীর্ঘদিন থেকেই গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে সৌন্দর্য বৃদ্ধিতে। আজ দেখে নেব কীভাবে বাড়িতে এই বহু গুণ সম্পন্ন প্রোডাক্ট তৈরি করা যায়…

Rose Water Making

গোলাপ জলের উপকারিতা:

ফেস মাস্ক লাগানোর আগে ব্যবহার করুন– আপনি নিশ্চয়ই বিভিন্ন ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করেন। সরাসরি সেই ফেস প্যাক মুখে লাগানোর আগে গোলাপ জল লাগিয়ে নিন। তুলোয় গোলাপ জল নিন, সেটি সারা মুখে লাগিয়ে নিন। তারপর ফেস প্যাক লাগান। এতে ফেস প্যাক মুখে আরও ভাল কাজ করবে।

ত্বক আর্দ্র রাখে– আপনার ত্বক যদি শুরু থেকেই রুক্ষ হয়ে থাকে তাহলে আপনি এই সময় মুখে অবশ্য়ই গোলাপ জল লাগাতে পারেন। আগে সারা মুখে গোলাপ জল স্প্রে করে নিন। এরপর ময়শ্চারাইজার লাগিয়ে ফেলুন।

ত্বকের পি এইচ ভারসাম্য বজায় রাখে– আপনার ত্বক হঠাৎই খুব রুক্ষ হয়ে যায়, আবার হঠাৎই তৈলাক্ত হয়ে যায়। এর মানে হল পিএইচ ব্যালেন্সের নিশ্চয়ই কোনও সমস্যা হচ্ছে। তবে এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কারণ গোলাপ জল আপনার ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখবে।

বাড়িতে কীভাবে গোলাপ জল বানাবেন-

উপকরণ:

  • অরগ্যানিক গোলাপ
  • ডিসটিলড ওয়াটার
  • স্প্রে বোতল

পদ্ধতি:

গোলাপের পাপড়ি ছাড়িয়ে নিন। একটি কৌটোয় রাখুন। হালকা গরম জলে গোলাপের পাপড়িগুলো ধুয়ে নিন। একটা বড় পাত্র নিন। তার মধ্যে ডিসটিলড ওয়াটার নিন। মিশিয়ে দিন গোলাপের পাপড়ি। খেয়াল রাখবেন আপনার ডিসটিলড ওয়াটারে যেন সব কটি পাপড়ি ডুবে যায়। পাত্রটিকে ঢাকা দিয়ে হালকা আঁচে জল গরম হতে দিন। ২৫ মিনিট অন্তত গরম হওয়া প্রয়োজন। যতক্ষণ না ওই জলের রঙ হালকা গোলাপি হয়ে যায়।

গোলাপ জল তৈরি হয়ে গেলে ছেঁকে নিন। পাপড়িগুলো আলাদা করে দিন। এরপর ঠান্ডা হতে দিন। একটি কাচের বোতলে ভরে নিন। তারপর শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন। এরপর প্রয়োজন মতো স্প্রে বোতলে ভরে নিয়ে ব্যবহার করুন।

আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…

আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন

আরও পড়ুন: Winter Hair Care: শীতকালে চুল ধোয়ার জন্য কোনটা বেশি উপযুক্ত? গরম জল না কি ঠাণ্ডা জল? সবিস্তারে জেনে নিন…