New Hair on Bald Head: টাক মাথায় গজাবে নতুন চুল, সপ্তাহে ২-৩ দিন শুধু করতে হবে এ কাজ
Hair Care: চুল পড়তে পড়তে মাথায় টাক হওয়ার জোগাড়! চিন্তা করতে করতে আরও বেশি চুল পড়ছে, এ বার উপায়? এক সবুজ পাতা এ বার দেবে এই সমস্যা থেকে মুক্তি। রান্নার স্বাদ বাড়াতে তা ব্যবহার করা হয়।

চুল পড়তে পড়তে মাথায় টাক হওয়ার জোগাড়! চিন্তা করতে করতে আরও বেশি চুল পড়ছে, এ বার উপায়? এক সবুজ পাতা এ বার দেবে এই সমস্যা থেকে মুক্তি। রান্নার স্বাদ বাড়াতে তা ব্যবহার করা হয়। তবে শুধু রান্নাতেই নয়, চুলের যত্নেও কার্যকর একটি প্রাকৃতিক উপাদান হিসেবে সুপরিচিত এই সবুজ পাতা। এতে ভিটামিন সি, ভিটামিন কে, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও প্রাকৃতিক তেল রয়েছে। যা স্ক্যাল্পে পুষ্টি জোগায় ও রক্ত সঞ্চালন বাড়ায়। এইসব উপাদান চুলের গোড়া মজবুত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এ বার প্রশ্ন হল কী সেই পাতা? উত্তর ধনেপাতা। এ বার প্রশ্ন হল কীভাবে ধনেপাতা মাথায় মাখবেন?
ধনেপাতার রস: এক মুঠো তাজা ধনেপাতা নিয়ে ভালভাবে ধুয়ে পেস্ট বানিয়ে ছেঁকে রস বের করতে হবে। স্ক্যাল্পে ও টাকের জায়গায় আলতো করে মালিশ করতে হবে। ৩০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
ধনেপাতার হেয়ার প্যাক: ধনেপাতা বাটার সঙ্গে অ্যালোভেরা জেল বা নারকেল তেল মিশিয়ে হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক হিসেবে মাথায় লাগাতে পারেন।
ধনেপাতার রস বা তা দিয়ে বানানো হেয়ার প্যাক সপ্তাহে ২–৩ বার ব্যবহার করলে ফল ভাল হতে পারে। যদি চুল পড়ার কারণ হরমোন, জেনেটিক বা চিকিৎসাগত হয়, তা হলে শুধু ঘরোয়া পদ্ধতিতে পুরো সমাধান নাও মিলতে পারে। তেমনটা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
ধনেপাতা চুলে মাখার উপকারিতা কী কী?
- চুলের গোড়া মজবুত করে: ধনেপাতার ভিটামিন সি, ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্ট স্ক্যাল্পে পুষ্টি জোগায়।
- রক্ত সঞ্চালন বাড়ায়: স্ক্যাল্পে রক্ত প্রবাহ বাড়িয়ে নতুন চুল গজাতে সহায়তা করে।
- চুল পড়া কমায়: চুলের ফলিকল শক্ত করে অতিরিক্ত চুল পড়া রোধ করে।
- খুশকি ও স্ক্যাল্পের সমস্যা কমায়: এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ স্ক্যাল্পকে পরিষ্কার ও সুস্থ রাখে।
- প্রাকৃতিক উজ্জ্বলতা ও মসৃণতা আনে: চুলকে নরম, উজ্জ্বল ও মজবুত করে।
ধনেপাতা হেয়ার প্যাক বানানোর উপায়:-
উপকরণ: এক মুঠো তাজা ধনেপাতা, ২–৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল অথবা নারকেল তেল, কয়েক ফোঁটা লেবুর রস বা ভৃঙ্গরাজ তেল (ইচ্ছে হলে)।
প্রস্তুত প্রণালী: ধনেপাতা ভাল করে ধুয়ে ব্লেন্ডারে পেস্ট বানান। এ বার পেস্ট ছেঁকে রস আলাদা করুন অথবা সরাসরি পেস্ট ব্যবহার করুন। তাতে অ্যালোভেরা জেল বা নারকেল তেল মিশিয়ে মসৃণ প্যাক বানাতে পারেন।
ব্যবহার পদ্ধতি: চুল ও স্ক্যাল্পে ভাগ ভাগ করে লাগান। আঙুলের ডগায় আলতো করে ৫ মিনিট মালিশ করুন। ৩০–৪০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২–৩ বার ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।
