Kali Puja 2025: আলোর উৎসবে মহাশক্তির আরাধনা, দীপাবলির রাতে কেন কালী পুজোয় মাতে বাঙালি?
Lakshmi Puja 2025 Date: কালীপুজো বা শ্যামাপূজা বাঙালির কাছে দুর্গাপুজোর পরেই দ্বিতীয় বৃহত্তম উৎসব। কিন্তু একই দিনে কেন উত্তর ও পশ্চিম ভারতে লক্ষ্মী পুজো আর বাংলায় কালী পুজো? এর পিছনে রয়েছে আধ্যাত্মিক ও পৌরাণিক ব্যাখ্যা।

ভারতের নানা প্রান্তে যখন আলোর উৎসব দীপাবলিতে ঘরে ঘরে ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আরাধনা চলে, ঠিক তখনই বাংলার ঘরে ঘরে পূজিত হন মহাশক্তির আরেক রূপ, দেবী কালী। কালীপুজো বা শ্যামাপূজা বাঙালির কাছে দুর্গাপুজোর পরেই দ্বিতীয় বৃহত্তম উৎসব। কিন্তু একই দিনে কেন উত্তর ও পশ্চিম ভারতে লক্ষ্মী পুজো আর বাংলায় কালী পুজো? এর পিছনে রয়েছে আধ্যাত্মিক ও পৌরাণিক ব্যাখ্যা।
দীপাবলির রাতে কেন বাঙালির ঘরে ঘরে হয় কালী পুজো?
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হয়। এই তিথিকে দেবী কালীর আরাধনার জন্য সবথেকে উপযুক্ত সময় বলে মনে করা হয়। দীপাবলির রাতে বাঙালির কালী পুজোর প্রধান কারণগুলি নিয়ে নিম্নে আলোচনা করা হল।
১. মহাশক্তির উপাসনা ও তান্ত্রিক ঐতিহ্য
বাংলায় শাক্ত ঐতিহ্যের প্রভাব সুদূর অতীত থেকে প্রবল। দেবী কালী হলেন মহাশক্তি বা আদিশক্তির সংহারক রূপ। এই অঞ্চলে তান্ত্রিক প্রথা ও সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তান্ত্রিকরা বিশ্বাস করেন, দেবী কালী সেই সর্বোচ্চ শক্তি, যিনি সৃষ্টি ও ধ্বংসের প্রতীক। যিনি মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তির পথ দেখান। অমাবস্যার গভীর অন্ধকারময় রাত শক্তি সাধনার জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়।
২. অশুভ শক্তির বিনাশ
দেবী কালী হলেন অশুভ শক্তির বিনাশকারিণী। পৌরাণিক কাহিনি অনুসারে, দেবী দুর্গা অসুরদের বিনাশ করার জন্য যখন অত্যন্ত ক্ষুব্ধ হন, তখন তাঁর কপাল থেকে কালী আবির্ভূত হন। তিনি রক্তবীজের মতো ভয়ংকর অসুরকে বধ করেছিলেন। রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই জন্ম নিয়ে ফেলত শত শত নতুন অসুর। দেবী কালী সেই রক্ত মাটিতে পড়ার আগেই পান করে নিয়ে অসুরদের নিকেশ করেন। এই কারণে, অমাবস্যার রাতে দেবী কালীর পুজো করা হয় জীবন থেকে অন্ধকার, নেতিবাচকতা এবং সমস্ত অশুভ শক্তিকে দূর করে আলো ও নির্ভীকতা প্রতিষ্ঠার প্রতীক হিসেবে।
৩. কালী ও লক্ষ্মীর সমন্বয়
অনেকের মতে, লক্ষ্মী এবং কালী একই মহাজাগতিক শক্তির দুটি ভিন্ন দিক। লক্ষ্মী যেমন ধন ও সমৃদ্ধির প্রতীক, তেমনই কালী হলেন শক্তি, ধ্বংস এবং রূপান্তরের প্রতীক। কালী পুজোর রাতে বাঙালিরা দীপান্বিতা লক্ষ্মীরও পূজা করে থাকেন। প্রচলিত লোককথা অনুসারে, কালীপুজোর রাতে দেবী লক্ষ্মীর বড় বোন অলক্ষ্মী (দুর্ভাগ্য ও অশুভের প্রতীক) মর্ত্যে আসেন। তাই এই দিনে লক্ষ্মী ও অলক্ষ্মী দুজনেরই পুজো করা হয়। অলক্ষ্মীর পুজো করে তাঁকে জীবন থেকে বিদায় জানানো হয় এবং লক্ষ্মীকে বরণ করে ঘরে স্থান দেওয়া হয়। যার ফলে জীবন থেকে দুঃখ-দুর্দশা দূর হয় এবং সৌভাগ্য ও সমৃদ্ধির বৃদ্ধি হয়।
এ বছর দীপান্বিতা লক্ষ্মী পুজো কবে?
বাঙালিরা সাধারণত বছরে দু’বার জাঁকজমক করে লক্ষ্মী দেবীর পূজা করেন। এক আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো। আর দুই, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপান্বিতা লক্ষ্মী পুজো (কালী পুজোর দিনে)। এ বছর দীপান্বিতা লক্ষ্মী পুজো ২০ অক্টোবর, সোমবার। ৩ কার্তিক, অমাবস্যা।
