AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘরোয়া উপায়ে এক মিনিটেই বাড়বে জেল্লা, দেবী দর্শনের আগে ঝটপট এই নিয়ম মেনে চলুন

দু’চামচ হলুদ গুঁড়ো এক পাত্রে নিয়ে ভাল করে পুড়িয়ে নিন। তারপর একটি পাত্রে দুধের সঙ্গে গুলে নিয়ে এক চামচ মধু মিশিয়ে দিন। এ বার ঘন মিশ্রণটি একটি ব্রাশ দিয়ে সারা মুখে মেখে নিন। কিছুক্ষণ রাখুন। প্রয়োজনে হাত-পায়েও লাগাতে পারেন।

ঘরোয়া উপায়ে এক মিনিটেই বাড়বে জেল্লা, দেবী দর্শনের আগে ঝটপট এই নিয়ম মেনে চলুন
| Updated on: Sep 22, 2025 | 8:13 PM
Share

দিন দিন ত্বকে কালচে ভাব। হাজার ক্রিম মেখেও সমাধান নেই। ফেসিয়াল করছেন, পার্লারে ছুটছে। কিন্তু হাতে কাঁচকলা। কী উপায়? ঘরোয়া উপায়েই দূর হবে সমস্যা। ঝটপট পড়ে ফেলুন।

১) দু’চামচ হলুদ গুঁড়ো এক পাত্রে নিয়ে ভাল করে পুড়িয়ে নিন। তারপর একটি পাত্রে দুধের সঙ্গে গুলে নিয়ে এক চামচ মধু মিশিয়ে দিন। এ বার ঘন মিশ্রণটি একটি ব্রাশ দিয়ে সারা মুখে মেখে নিন। কিছুক্ষণ রাখুন। প্রয়োজনে হাত-পায়েও লাগাতে পারেন। মিনিট পাঁচেক পর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন মুখ। দেখবেন একবার ব্যবহারেই ফল পাবেন।

২) পেঁপে ত্বকের পোড়া ভাব তোলার জন্য খুবই উপকারী। অন্য দিকে মধু ত্বককে কোমল ও মসৃণ করতে সাহায্য করে। আধ কাপ পাকা পেঁপে চটকে নিয়ে এক টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই মিশ্রণ গলায় লাগাতে ভুলবেন না। প্রয়োজনে হাতে, পায়েও ব্যবহার করতে পারেন।

৩) শসা ও লেবু দুটিই ত্বক ব্লিচ করার জন্য ভাল। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শসার রস, এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলো দিয়ে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। যখনই রোদে বেরোবেন বাড়ি ফিরে এই প্যাকটি মাখতে পারেন।

৪) কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। সেই খোসাটা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট। এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।