Makeup Tips: পুজোয় বৃষ্টিতে ভিজলেও আর মেকআপ ধুয়ে গলবে না, টিপস বলে দিলেন ডাক্তার
Durga Puja: সব মিলিয়ে দুর্গাপুজোর সময় সাজগোজ অটুট রাখা বড় চ্যালেঞ্জ। অনেক সময় মেকআপ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়। তবে ত্বক বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ টিপস মেনে চললে ভিজে দিনেও মেকআপ অক্ষত রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

দুর্গাপুজো (Durga Puja) মানেই একটার পর একটা মণ্ডপে যাওয়ার হিড়িক। আবহাওয়ার যা খামখেয়ালিপনা, তাতে যে কোনও সময় বৃষ্টি হতে পারে। প্যান্ডেলে প্যান্ডেলে এত ভিড় যে একবার ঘেমে নেয়ে দর্শনার্থীরা একশা হচ্ছেন। আবার মাঝে মাঝে বৃষ্টি দেখাচ্ছে তার ট্রেলার। সব মিলিয়ে দুর্গাপুজোর সময় সাজগোজ অটুট রাখা বড় চ্যালেঞ্জ। অনেক সময় মেকআপ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়। তবে ত্বক বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ টিপস মেনে চললে ভিজে দিনেও মেকআপ অক্ষত রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ দেবত্রী দত্ত TV9 Bangla-কে এই বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, ‘বৃষ্টি হলে মেক আপ গলে যাওয়া পুরোপুরি আটকানো সম্ভব নয়। কারণ যে মেকআপই করা হোক না কেন, বা যে প্রোডাক্টই ব্যবহার করা হোক না কেন, ৩-৪ ঘণ্টা পর ত্বক থেকে তেল বেরতে শুরু করবে। একটু করে মেকআপ গলে যাবে। যেগুলো ওয়াটারপ্রুফ মেকআপ প্রোডাক্ট রয়েছে, তা ব্যবহার করলে বেশিক্ষণ থাকে। তার উপর কিছু ভাল মানের সেটিং স্প্রে ব্যবহার করা যেতে পারে।’
সঙ্গে থাকুক সানস্ক্রিন
ডক্টর দেবত্রীর কথায় সানস্ক্রিন ত্বকের যত্নে বড়ই কার্যকরী। তিনি বলেন, ‘যাতে স্কিন ভাল থাকে তার জন্য আমরা সকলকে পরামর্শ দিই সানস্ক্রিন সঙ্গে রাখার।৩-৪ ঘণ্টা পর পর সানস্ক্রিন লাগানো ভাল। স্টিক বা স্প্রে ব্যবহার করতে পারেন। একদিকে ত্বকের এতে যেমন সুরক্ষা হবে। পাশাপাশি মেকআপটাও রিফ্রেশ লাগবে। এ ছাড়া টিন্টেড সানস্ক্রিন বেরিয়েছে। সেগুলোও ব্যবহার করা যায়। ত্বকের যত্ন ভাল হয় তাতে।’
পুজোর আনন্দ উপভোগ করতে গিয়ে আচমকা বৃষ্টিতে ভিজে যাওয়াটা তো আটকানো যায় না। কিন্তু যদি আগে থেকে সঠিক প্রোডাক্ট বেছে নেওয়া যায় এবং ত্বকের যত্ন ঠিকভাবে করা হয়, তা হলে বৃষ্টি হলেও সাজ থাকবে অটুট। এই ভাবেই উৎসবের প্রতিটি মুহূর্তে আপনি থাকবেন ঝলমলে ও আত্মবিশ্বাসী।
