Ananya Panday Fashion: অনন্যার অসাধারণ সুন্দর হাসিকেও ছাপিয়ে গেল তাঁর এই নতুন ক্রপ জ্যাকেট

কোভিডের কারণে তৈরি প্যান্ডেমিক নিখুঁত ফ্যাশনের জন্য একটা বিতৃষ্ণা নিয়ে এসেছে। সেই জায়গায় স্ট্রিট স্টাইলগুলো স্থায়ীভাবে নিজেদের জায়গা করে নিয়েছে।

Ananya Panday Fashion: অনন্যার অসাধারণ সুন্দর হাসিকেও ছাপিয়ে গেল তাঁর এই নতুন ক্রপ জ্যাকেট
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2021 | 6:45 AM

শুধুমাত্র হাসি কতটা আকর্ষণীয় হতে পারে তা সব মানুষই জানে। বলিউড অভিনেতা অনন্যা পান্ডের সাম্প্রতিক ছবির সবচেয়ে মুগ্ধ করা দুটি দিকের মধ্যে একটা ছিল তাঁর হাসি। আরেক্তা অবশ্যই তাঁর ক্রপ জ্যাকেট। যাঁরা তাঁদের কালেকশনে শীতের পোশাককে ইতিমধ্যেই অন্য স্তরে নিয়ে যেতে চান তাঁদের জন্য অনন্যার এই আল্ট্রা ক্রপ-টপ পাফার জ্যাকেট একটা দারুণ পছন্দ। অনন্যা বরাবরই তাঁর মিষ্টি হাসি দিয়ে ফ্যানদের মন জয় করে নিয়েছেন। এক্ষেত্রেও সেই ছবির অন্যথা হয়নি। তাঁর সুন্দর জ্যাকেটের পাশাপাশি মিষ্টি হাসি ইতিমধ্যেই ইন্সটাগ্রামে বেশ প্রশংসা পেয়েছে।

তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনন্যা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে কীভাবে তিনি একটা ক্রপ জ্যাকেটকে খুব সাধারণভাবে পরেছেন। বর্ষাকালে অল্প শীতের আভাস থাকে যা আমাদের মাঝে মাঝেই কাঁপিয়ে তোলে। তা এড়ানোর জন্য অনন্যাকে একটি সাদা ডেনিম জিন্সের সঙ্গে ফুল হাতা সাদা রিবড টপ পরেছিলেন।

তিনি একটি বোম্বার বা ক্রপড পাফার জ্যাকেট দিয়ে তাঁর টপটি ঢেকেছিলেন। এর সাদা রঙের বেসে গোলাপী রঙের বেশ কয়েকটি হাসির ইমোজি প্রিন্ট করা ছিল। তাঁর কাঁধের নিচে চুলগুলি খোলা অবস্থায় ঝুলছিল। অনন্যা হুপ কানের দুল এবং একটি মজাদার ব্রেসলেট দিয়ে তাঁর সাজ সম্পূর্ণ করেছিলেন।

View this post on Instagram

A post shared by Ananya ?? (@ananyapanday)

নিউড পিঙ্ক লিপ শেড পরে তিনি অনন্যা ক্যাজুয়াল স্ট্রিট স্টাইলকে টেক্কা দেওয়ার জন্য নো-মেকআপ লুক বেছে নিয়েছিলেন। ক্যামেরার জন্য অনন্যা তাঁর মিষ্টি হাসি হেসে ছবির ক্যাপশনে লিখেছেন, “বাস্তব জীবনে ইমোজি হয়ে থাকা আমি।”

ক্রপ জ্যাকেটটি ফ্যাশন ব্র্যান্ড স্মাইলি এবং বার্শকার কোলাবোরেশনে তৈরি করা হয়েছিল। এরা গত বছর সেপ্টেম্বরে ৯০ দশকের স্ট্রিট স্টাইলকে তুলে ধরার জন্য এই কোলাবোরেশনে সামিল হয়েছিল। এই ইউথ ব্র্যান্ডের বেশিরভাগ পোশাকই ইউনিসেক্সের জন্য পরিচিত। এগুলর মধ্যেই একটা হল এই গোলাপী স্মাইলি প্রিন্ট করা ক্রপ জ্যাকেটের সেট। এই জ্যাকেটটা মূলত স্মাইলি ব্র্যান্ডটির পাঁচ দশকের পুরনো শৈল্পিক নিদর্শনকে তুলে ধরেছে।

কোভিডের কারণে তৈরি প্যান্ডেমিক নিখুঁত ফ্যাশনের জন্য একটা বিতৃষ্ণা নিয়ে এসেছে। সেই জায়গায় স্ট্রিট স্টাইলগুলো স্থায়ীভাবে নিজেদের জায়গা করে নিয়েছে। কারণ মহামারীতে একদম সাধারণ মানুষ কীভাবে নিজেদের দিনগুলো কাটিয়েছে বা কীভাবে নিজেদের গুছিয়ে রাখার চেষ্টা করেছে, তা সামগ্রিকভাবে আমাদের সবাইকে খুব অনুপ্রাণিত করে তুলেছে। পুরোপুরি একজন ডিজাইনারের কালেকশনে ভরসা না করে অনেক সেলিব্রিটিই এবার স্ট্রিট ফ্যাশনে নিজেদের সাজিয়ে তুলতে শুরু করেছেন। তাঁদের দেখাদেখি সাধারণ মানুষের মধ্যেও নিখুঁত পোশাক পরিধানের চল আস্তে আস্তে কেটে যাচ্ছে। তার পরিবর্তে জায়গা করে নিচ্ছে এই স্ট্রিট ফ্যাশনের অপশনগুলো।

আরও পড়ুন: ফ্যাশন থেকে বাদ নয় হবু মায়েরাও! এই সময়ের জন্য ট্রেন্ডিং স্টাইলিশ পোশাক কোনগুলি?