AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Dress Care: শীতের শেষে শীতপোশাক তুলে রাখার আগে ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে?

শীতের পোশাক আলমারিতে তুলে রাখার আগে তো কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। যাতে আগামী বেশ কিছু শীতে আপনি আপনার শীতের আউটফিটগুলো পরতে পারেন।

Winter Dress Care: শীতের শেষে শীতপোশাক তুলে রাখার আগে ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে?
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 9:42 AM
Share

শীত আর সেভাবে নেই বললেই চলে। অর্থাৎ, এইবার শীতের পোশাক (Winter Dresses) আবার আলমারির এক কোণায় যত্ন করে গুছিয়ে রাখার সময় এসেছে। আপনিও নিশ্চয়ই সেই কথাই ভাবছেন। ভাবছেন যে, শীতের পোশাকের যত্ন (Winter Dress Care) নিতে হবে। শীতের পোশাক তুলে রাখাই ঠিক হবে। তাহলে তুলে রাখার আগে তো কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। যাতে আগামী বেশ কিছু শীতে আপনি আপনার শীতের আউটফিটগুলো (Winter Outfits) পরতে পারেন। তাহলে তুলে রাখার আগে শীতের পোশাকের যত্ন করবেন কীভাবে তা জেনে নেওয়া যাক…

শীতের পোশাক তুলে রাখার আগে খুব ভাল করে পরিষ্কার করতে হবে। এক একটি পোশাকের এক একরকম যত্নের প্রয়োজন হয়। সেই অনুযায়ী আপনাকে পোশাক যত্ন করতে হবে। কাচার সময় যে সব বিষয়ে মাথায় রাখবেন-

Winter Dress Care

  • আপনি প্রতিদিন যে সোয়েটার পরেছেন, সেগুলোতে যথেষ্ট ময়লা জমেছে। রঙের উপরেও একটু ধূসর ছাপ পড়েছে। সেগুলিকে ধোয়ার সময় আপনাকে এইদিকে খেয়াল রাখতেই হবে। তার জন্য ঠান্ডা জলে হালকা কোনও ডিটারজেন্ট গুলে নিন। কিংবা তার বদলে আপনি সোয়েটার ধোয়ার জন্য় বিশেষ সাবানও ব্যবহার করতে পারেন। প্রতিটা সোয়েটার আধ ঘণ্টার জন্য ভিজিয়ে রাখুন। তারপর কেচে ফেলুন।
  • জল ঝরিয়ে নেবেন। সোয়েটার কখনও নিংড়াবেন না। এই বিষয়টি সব সময় মাথায় রাখবেন। এতে সোয়েটারের উল নষ্ট হয়ে যেতে পারে।
  • আপনি জল ঝরিয়ে নেওয়ার পর সোয়েটার হ্যাঙারে শোকাতে দিতে পারেন। কখনওই টানটান করে মেলে দেবেন না। এতে উলের একদিকের অংশে টান পড়ে সোয়েটার সেই অংশে বেড়ে যেতে পারে।
  • গাঢ় ও হালকা রঙের সোয়েটার একসঙ্গে কাচবেন না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। গাঢ় রঙের সোয়েটার ও হালকা রঙের সোয়েটার একসঙ্গে ভিজিয়ে দিলে গাঢ় রঙ উঠে আপনার হালকা রঙের সোয়েটারে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
  • অনেক সোয়েটারে ব্রাশ দিয়ে উল ঝেড়ে নিয়ে আপনি শুধুই রোদে দিয়ে তুলে নিন। সব সোয়েটার ধোয়ার প্রয়োজন নেই।
  • বার বার কাচবেন না। একটি নির্দিষ্ট দিন বের করে সেই দিন সোয়েটার কেচে নিন। বারবার আপনার সোয়েটার কাচলে উলের ক্ষতি হবে।
  • উইনচিটার বা অন্য কোনও জ্যাকেট যেগুলোর বিশেষ যত্নের প্রয়োজন সেগুলো লন্ড্রি ওয়াশ করিয়ে নিন। নিজে কাচতে যাবেন না।
  • শালের ক্ষেত্রেও হালকা ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। হালকা হাতে ধুয়ে নিতে পারেন। নাহলে লন্ড্রি ওয়াশ করিয়ে নিতে পারেন।

তথ্যসূত্র: পপএক্সো

আরও পড়ুন: Lakmé Fashion Week 2022: মুম্বই নয়, এই প্রথম রাজধানীতে বসছে ল্য়াকমে ফ্যাশন উইকের আসর!

আরও পড়ুন: White Shirt Fashion: আপনার সাদা শার্টকে যে কোনও অনুষ্ঠানেই পরতে চান? কীভাবে স্টাইল করবেন জেনে নিন…