Lakme Fashion Week: ফ্যাশন দুনিয়ায় ডেবিউ দুই বলি-কন্যার, নেট দুনিয়ার সেনসেশন কে?
Shanaya Kapoor-Nysa Devgan: নায়সা দেবগন ও শানায়া কাপুরের দেখা মিলল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার ল্যাকমে ফ্যাশন উইকে।
নয়াদিল্লিতে এই প্রথমবার ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার (FDCI) ল্যাকমে ফ্যাশন শো-র (Lakme Fashion Week) আয়োজন করা হয়েছে। সেখানেই ডিজাইনার মনীশ মালহোত্রার (Manish Malhotra) হাত ধরে ফ্যাশন জগতে পা রাখলেন দুই স্টার কিড। অভিনেতা সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুরের (Shanaya Kapoor) দেখা মিলল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার ল্যাকমে ফ্যাশন উইকে। একই সঙ্গে কাজল ও অজয় দেবগনের কন্যা নায়সা দেবগনও (Nysa Devgan) মনীশ মালহোত্রার পোশাকে র্যাম্প হাঁটলেন।
এই বছর ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার মনীশ মালহোত্রার কালেকশনের নাম ডিফিউজ। এই ডিফিউজ কালেকশনে দেখা গেল এই শানায়া ও নায়সাকে। মনীশ মালহোত্রার শো-স্টপার ছিলেন শানায়া কাপুর। আর তাঁর সঙ্গে পুরুষ বিভাগে হেঁটেছেন সিদ্ধান্ত চতুর্বেদী।
View this post on Instagram
শিমারি লুক আর গ্ল্যামারের সঙ্গে র্যাম্পে প্রথমবার হাঁটলেন শানায়া কাপুর। শানায়াকে দেখা গিয়েছে মনীশ মালহোত্রার ডিফিউজ কালেকশনে। পার্পেল শেডের একটি থাই হাই স্লিট গাউন পরেছিলেন শায়ানা। তাতেই উজ্জ্বল দেখাচ্ছিল এই স্টার কিডকে। এর পাশাপাশি সিদ্ধান্তকেও দেখা যায় মনীশ মালহোত্রার ডিফিউজ কালেকশনে। তিনিও এই দিন ফ্যাশন র্যাম্পে নিজের ডেবিউ করলেন। শায়ানা ও সিদ্ধান্ত দুজনেই ছিলেন এই দিনের মনীশ মালহোত্রার শো-স্টপার।
View this post on Instagram
মনীশ মালহোত্রার ডিফিউজ কালেকশনের আরেকটি বিষয় হল যে তিনি নতুন প্রজন্মকে ফ্যাশন দুনিয়ায় নিয়ে আসছেন। আর সেখানেই তাঁর হাত ধরে ফ্যাশন দুনিয়ায় ডেবিউ করলেন কাজল ও অজয় দেবগনের কন্যা নায়সা দেবগনও। বলিউডে ডেবিউ না করলেও নেটদুনিয়ায় শানায়ার জনপ্রিয়তা রয়েছে। কিন্তু নায়সাকে তাঁর লুকের জন্য বেশ কয়েকবার ট্রোলড হতে দেখা গিয়েছে। এবার সেই সব স্টেরিওটাইপ ভেঙে ফ্যাশন জগতে পা রাখলেন নায়সা।
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার ল্যাকমে ফ্যাশন শোতে নায়সাকে দেখা গিয়েছে একটি থাই হাই স্লিট আউটফিটে। যার সঙ্গে তিনি পরেছিলেন একটি মাল্টি রঙের ক্রপ টপ। আর পরেছিলেন ওই একই শেডের একটি ব্লেজার। খোলা চুল, হিলস আর উইং আইতে নজরে কেড়েছেন এই স্টার কিড।
View this post on Instagram
আরও পড়ুন: এই গরমে এবার কেমন টুপি ট্রেন্ডি! কোন পোশাকের সঙ্গে কোন টুপি পরবেন, জানুন…
আরও পড়ুন: প্রথম ‘প্রায়োরিটি’ দেশ! সেনাবাহিনীর পোশাক তৈরিতে ব্যস্ত ইউক্রেনের আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড
আরও পড়ুন: গ্ল্যামারাস গাউনে রূপকথার রাণীর বেশে নোরা! স্ট্র্যাপলেস পোশাকটির দাম শুনলে চমকে উঠবেন