সাহসী, ঠোঁটকাটা, স্পষ্টবক্তা, বোল্ড- একাধিক তকমা রয়েছে তাঁর ঝুলিতে। তবুও তিনি সব সময় স্পষ্ট কথা বলতেই ভালবাসেন। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন
৪২-এ পা নায়িকার। নিজের জন্মদিনে বাথরোব আর বিকিনিতে দারুণ একটি ছবি শেয়ার করেছেন তিনি
স্বস্তিকার সাজ বরাবরই নজরকাড়া। ছক ভাঙা সাজতেই তিনি বেশি পছন্দ করেন। মেকআপের ঘনঘটা থাকে না। তবে পোশাক আর গয়না নিয়ে নানা পরীক্ষা চালান তিনি।
রুপোর গয়না তাঁর বিশেষ পছন্দের। গলায়, কানে কিছু থাকুক আর নাই থাকুক নথ থাকবেই। নথ সস্বস্তিকার বিশেষ পছন্দের। এছাড়াও তাঁর মুখের সঙ্গে নথ বেশ মানানসইও।
টানা নথ, ছোট নোজ পিন, রুপো, অক্সিডাইজের নথ নানা রকম নথে দেখা যায় তাঁকে। নথকেও যে নানা ভাবে ফ্যাশানে ব্যবহার করা যায় তা তিনিই শিখিয়েছেন। সামান্য নথ আর কাজলেই যে স্টাইলিশ হয়ে ওঠা যায় তা শেখা যায় স্বস্তিকার থেকেই। এমন নথে আপনিও সুন্দরী হতে চান?