Subhashree Ganguly: পোশাক যেমনই থাক না কেন পায়ে সব সময় কালো সুতো থাকে শুভশ্রীর, ফ্যাশানে এর গুরুত্ব জানেন?

Benefits of Wearing Black Thread in Leg: পায়ে কালো সুতো পরা অত্যন্ত শুভ। অনেক রকম সমস্যার হাত থেকেও রেহাই পাওয়া যায়। অভিনেত্রীর পায়ে এই সুতো সব সময় বাঁধা থাকলেও এর সঠিক কারণ জানা যায়নি

Subhashree Ganguly: পোশাক যেমনই থাক না কেন পায়ে সব সময় কালো সুতো থাকে শুভশ্রীর, ফ্যাশানে এর গুরুত্ব জানেন?
জানেন কেন এমন সুতো পরেন শুভশ্রী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2023 | 1:09 PM

শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ফ্যাশানিস্তা হিসেবেই সকলে চেনেন। শাড়ি, ওয়েস্টার্ন, স্কার্ট, ড্রেস সব পোশাকেই দারুণ দেখতে লাগে তাঁকে। সন্তানের জন্মের পর শরীরে যেটুকু ফ্যাট ছিল সবটাই তিনি ঝরিয়ে ফেলেছেন। শুভশ্রীকে দেখতেও খুব সুন্দর। যে রকম তাঁর উচ্চতা সেই রকমই তাঁর গ্ল্যামার। যে কোনও পোশাকেই দেখতে সুন্দর লাগে শুভশ্রীকে। তাঁর রুচির মধ্যেও রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। সদ্য নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। নীল রঙের টি শার্ট আর অ্যাঙ্কেল লেন্থ প্যান্টে একেবারে কুল ক্যাজুয়াল লুকেই দেখা গেল নায়িকাকে। চুলে রেখেছেন ওয়েভি চাট, মেকআপ একেবারেই সাধারণ। পায়ে কভার শ্যু, হাতে চায়ের কার।  নজর কেড়েছে শুভশ্রীর মুখের হাসি। ঠোঁটে শুধু লিপগ্লস দিয়েছেন, চোখে কাজলটুকুও নেই। আর তাতেই শুভশ্রীকে খুব মিষ্টি লাগছে।

শুভশ্রীর সাজ সব সময়ই সাদামাটা। মেকআপও খুব সাধারণ। পোশাকেও যে হাবিজাবি থাকে এমনটা একেবারেই নয়। তবে তাঁর পায়ে সব সময় কালো সুতো দেখা যায়। অধিকাংশ সময় ডান পায়ের গোড়ালিতেই দেখা যায় সেই সুতো। শুভশ্রীর ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। আজ নয়, বহু বছর ধরেই কালো সুতো ফ্যাশানে ইন। আগেকার দিনে বাচ্চাদেরও এই সুতো বেঁধে রাখা হত। মনে করা হত খুবই শুভ এই কালো সুতো। কালো সুতো পরার একাধিক উপকারিতা রয়েছে। যদিও নায়িকা ঠিক কী কারণে এই সুতো পরেন সেই বিষয়ে খোলসা করেও কিছু বলেননি। আর তাই এই সুতো পরলে আপনি যে সব সমস্যার সমাধান করতে পারবেন-

পেট ব্যাথার সমস্যায়- যদি কোনও ব্যক্তি লাগাতার পেটের সমস্যায় ভোগেন, তাহলে পায়ের আঙুলের চারপাশে একটি কালো সুতো বেঁধে রাখা উচিত। পেটের যন্ত্রণা সেকেন্ডের মধ্যে উপশম করতে পায়ে কালো সুতো পরা কোনও অস্বাভাবিক ঘটনা নয়।

আর্থিক সমস্যা কেটে যায়– যদি আপনি আর্থিক সমস্যায় ভোগেন, তাহলে মঙ্গলবার পায়ে কালো সুতো বাঁধলে প্রতিটি আর্থিক সমস্যা কেটে যেতে পারে। বাড়িতে নগদ টাকার সংখ্যা তো বাড়বেই. অর্থ উপার্জন ও সঞ্চয় করে জীবনের লক্ষ্য পূরণ করতে পারবেন।

যে কোনও আঘাত নিরাময় হয়- পায়ের চোট থেকে বারবার সুস্থ হওয়া কঠিন মনে হতে পারে। পরবর্তীকালে সেই চোট কোনও বড় আকার ধারণ করতে পারে। পায়ের আঙুলে বা গোড়ালির উপর সুতো বাধলে দ্রুত চোট সেরে যেতে পারে।

দৃষ্টিশক্তির ক্ষমতা বৃদ্ধিতে- হাতে, পায়ে, গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালো সুতো পরা যায়। চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে তো বটেই. মুখের দুর্গন্ধ থেকেও রক্ষা করে। মোটকথা সব দিক থেকেই গুরুত্ব রয়েছে এই কালো সুতোর।

মকর, কুম্ভ আর তুলা রাশির জাতকদের জন্য এই কালো সুতো বাঁধা খুবই শুভ। তবে নিয়ম মেনে বাঁধতে হবে। এছাড়াও অনেকেই শুধুমাত্র ফ্যাশানের জন্যই হাতে বা পায়ে এই কালো সুতো বেঁধে রাখেন। এতে দেখতেও কিন্তু বেশ লাগে। স্মার্ট লুক আনার জন্য অনেক ছেলেই তাই হাতে তাগা বাঁধেন।