Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recipe: বিয়ে বাড়ির মতো সুস্বাদু ডাল তৈরি করতে চান? তাহলে জেনে নিন চর্বি ডাল তৈরির এই সহজ উপায়…

চাইলে ঘরেও ঠিক বিয়ের বাড়ির মতোই ডাল রান্না করতে পারবেন। এই রেসিপির স্বাদ বাড়ায় মূলত গরু বা খাসির চর্বি। কারণ খুবই মুখোরোচক ও সুস্বাদু হয় এই ডাল।

Recipe: বিয়ে বাড়ির মতো সুস্বাদু ডাল তৈরি করতে চান? তাহলে জেনে নিন চর্বি ডাল তৈরির এই সহজ উপায়...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2021 | 8:34 AM

বিয়ে বাড়ির সব খাবারই দুর্দান্ত খেতে হয়। কারণ অভিজ্ঞ সব রাঁধুনীরা সেসব খাবার রান্না করেন। বিয়ে বাড়ির বিভিন্ন পদের মধ্যে চর্বি দেওয়া ডালের প্রশংসা করতেই হয়। অনেকে তো বিয়ে বাড়িতে খাওয়ার সময় মাংসের তুলায় ডাল খান বেশি। কারণ খুবই মুখোরোচক ও সুস্বাদু হয় এই ডাল। এই রেসিপির স্বাদ বাড়ায় মূলত গরু বা খাসির চর্বি। চাইলে ঘরেও ঠিক বিয়ের বাড়ির মতোই ডাল রান্না করতে পারবেন। জেনে নিন এই ডাল তৈরির সহজ রেসিপি-

উপকরণ:

১. ‏মুগ ডাল ১ কাপ বা ২৫০ গ্রাম ২. খাসি বা গরুর চর্বি ২০০ গ্রাম ‏ ৩. আলু মাঝারি সাইজের ১টি ‏ ৪. আদা-রসুন বাটা ১ চা চামচ করে ‏ ৫. ‏পেঁয়াজ কুচি ১/৩ কাপ ৬. ১ চা চামচ ‏জিরা গুঁড়া ৭. ‏হলুদ গুঁড়া ১ চা চামচ ৮. মরিচের গুঁড়া ১ চা চামচ ‏শুকনো ৯. দারুচিনি গুঁড়া আধা চা চামচ

Dal with Fats Recipe

‏১০. ‏এলাচের গুঁড়া আধা চা চামচ ১১. ‏তেজপাতা ২টি ১২. লবঙ্গ ৪-৫টি ‏ ১৩. ‏শাহি জিরা আধা চা চামচ ১৪. ‏কাঁচা মরিচ ৪-৫টি ১৫. সয়াবিন তেল ১/৩ কাপ ‏ ১৬. ‏লবণ পরিমাণমতো ১৭. টালা জিরা গুঁড়া আধা চা চামচ ১৮. ‏টালা দারুচিনি-এলাচ গুঁড়া আধা চা চামচ।

পদ্ধতি:

১) কড়াইয়ে তেল ছাড়া মুগ ডাল ভেজে নিন। তারপর ভালভাবে ডাল ধুয়ে ২০ মিনিট পর্যাপ্ত জলে ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, লবঙ্গ ও শাহি জিরা দিয়ে একটু নেড়ে নিন।

২) তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ বাদামি না হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা-রসুন বাটা ও সামান্য জল মিশিয়ে দিন।

৩) এবার একে একে জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জয়ফল-জয়ত্রী বাটা ও লবণ দিয়ে ১ থেকে ২ মিনিট রান্না করে ধুয়ে রাখা চর্বি দিয়ে রান্না করুন তেল ছেড়ে না আসা পর্যন্ত।

৪) তেল ছেড়ে আসলে চর্বিগুলো একটি চামচের সাহায্যে উঠিয়ে নিয়ে মশলাগুলো রেখে দিন। এখন মসলার ভেতর ভেজানো ডাল ও কিউব করে কাটা আলু দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

৫) জল দিয়ে রান্না করুন ডাল ভাল মত সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর এতে চর্বি, হলুদ গুঁড়া ও দারুচিনি-এলাচ গুঁড়া দিয়ে ভাল মতো মিশিয়ে ২ কাপ বা আরও বেশি গরম জল দিয়ে দিন।

৬) যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দিন। ৫ থেকে ৭ মিনিট ঢাকনা খোলা রেখে মাঝারি আঁচে রান্না করুন। ভাল ফ্লেভারের জন্য ৪ থেকে ৫টি কাঁচা লঙ্কা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে রান্না করুন।

৭) এরপর চুলা বন্ধ করে আরও স্বাদ ও ফ্লেভারের জন্য টালা জিরা, সঙ্গে ১ চা চামচ টালা দারুচিনি-এলাচ গুঁড়া ছড়িয়ে মিশিয়ে নিন। পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা বা নানের সঙ্গে এই ডাল বেশ মানিয়ে যায়।

আরও পড়ুন: Mughal Food Recipe Part VI: খানা খানদানি-পর্ব ১৪, কিস্সা কাহিনি মোড়া কোফতা আর দোপেঁয়াজির টানাপোড়েনের রান্না

আরও পড়ুন: Cooking Tips: আগুন ছাড়াই রান্না হবে এই ৫ খাবার, গ্যাস-ইনডাকশন কিসসু দরকার নেই!