AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘লর্ড অব দ্য ডিঙ্কস’-এর রকমারি মেনুতে জমতে পারে পার্টি

তাহলে আর দেরি কীসের? কবে যাবেন, এখনই প্ল্যান করে ফেলুন।

‘লর্ড অব দ্য ডিঙ্কস’-এর রকমারি মেনুতে জমতে পারে পার্টি
ট্রাই করতে পারেন এই সব খাবার।
| Updated on: Dec 27, 2020 | 6:02 PM
Share

‘লর্ড অব দ্য ডিঙ্কস’। নাম শুনেই বুঝতে পারছেন, এই আবহাওয়ায় পার্টি (party) প্রেমীদের সেরা ঠিকানা হতেই পারে। রকমারি খাবার, (food) সিগনেচার ককটেল এবং দক্ষ ডিজেদের পরিচালনায় মন মাতানো গান পার্টি জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সাউথ সিটি মলের এই রেস্তোরাঁয় আপনাদের জন্য রয়েছে উইন্টার স্পেশ্যাল মেনু।

টার্কি খেতে ভালবাসেন? ট্রাই করুন টার্কি অ্যান্ড ক্র্যানবেরি ক্রসটিনি। তিন রকমের চিজ, আঙুর, আলামন্ড দিয়ে তৈরি ন্যানো চিজ বোর্ড পাবেন। ক্রিম, চিজ, মাশরুম দিয়ে তৈরি মাশরুম চিজ টার্ট খেতে পারেন স্টার্টারে। স্পাইসি খাবার পছন্দ হলে ট্রাই করুন পুলড পর্ক ট্যাকোস উইথ বারবিকিউ সস। হাফ রোস্ট চিকেন উইথ অ্যাপেল খেতে পারেন লাঞ্চ বা ডিনারে। বাটার সস, মধুর মিশেলে অ্যাটলান্টিক গ্রিলড সালামন পাবেন। ফ্লেমড পুডিং উইথ ব্র্যান্ডি ক্রিম বা অরেঞ্জ ব্রাউনির মতো পদ রয়েছে ডেজার্ট অপশনে।

আরও পড়ুন, শীত পার্টির রসনার সন্ধান দিতে পারে ক্যান্টিন পাব এবং গ্রাব

এই রেস্তোরাঁর তরফে অমিত বাজোরিয়া এবং ভানিতা বাজোরিয়া জানান, স্থানীয় এবং বাইরে থেকে আসা অতিথিদের খুশি করতেই শীতের জন্য বিশেষ মেনু চার্ট তৈরি করেছেন তাঁরা। একই সঙ্গে পরিস্থিতির কথা মাথায় রেখে যে সব খাবারে ইমিউনিটি বাড়বে, তালিকায় রয়েছে সে সব পদও। তাহলে আর দেরি কীসের? কবে যাবেন, এখনই প্ল্যান করে ফেলুন।

আরও পড়ুন, বাড়িতে কীভাবে তৈরি করবেন চিকেন টিক্কা কুরচান টোস্টাডা?