AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lipstick Hack: সকাল থেকে রাত ঠোঁটে ধরে রাখুন রঙের জাদু, খাবার খেলেও লিপস্টিপ হবে না ফিকে; যদি মানেন এই উপায়

Beauty Tips: সেপ্টেম্বরের শেষে দুর্গাপুজো। ইতিমধ্যেই অনেকে জোরকদমে শপিং করছেন। কেউ কেউ মন দিয়েছেন শরীরচর্চায়, কেউ আবার করছেন রূপচর্চাও। জানেন কোন উপায়ে লিপস্টিক পরলে, খাবার খাওয়ার পর তা থাকবে এক্কেবারে প্রথমবারের মতো।

Lipstick Hack: সকাল থেকে রাত ঠোঁটে ধরে রাখুন রঙের জাদু, খাবার খেলেও লিপস্টিপ হবে না ফিকে; যদি মানেন এই উপায়
সকাল-রাত ঠোঁটে ধরে রাখুন রঙের জাদু, খাবার খেলেও লিপস্টিপ হবে না ফিকে!Image Credit: Canva
| Updated on: Sep 04, 2025 | 2:49 PM
Share

পার্টি হোক বা পুজোর ভিড়, বারবার লিপস্টিক ঠিক করার ঝামেলা অত্যন্ক বিরক্তিকর। একবার লিপস্টিক লাগালেন, আর কয়েক ঘণ্টা পরেই দেখলেন তার রং হালকা হয়ে গিয়েছে কিংবা কেবল ঠোঁটের মাঝখানে রঙটুকু টিকে আছে, এমনটা কি আপনার সঙ্গেও ঘটে? এ বারের পুজোর আগে এটা নিয়ে আর চিন্তা নেই, কয়েকটি সহজ টিপস মেনে চললেই লিপস্টিক হবে দীর্ঘস্থায়ী, আর ঠোঁট দেখাবে আকর্ষণীয় ও নিখুঁত।

সারাদিন গ্ল্যামারাস লুক চাই? এই উপায়ে লিপস্টিক থাকবে অটুট

১. এক্সফোলিয়েশনই প্রথম ধাপ

শুষ্ক, খসখসে ঠোঁটে লিপস্টিক টেকে না। তাই লিপস্টিক লাগানোর আগে অবশ্যই ঠোঁট এক্সফোলিয়েট করতে হবে। চিনি ও মধুর স্ক্রাব বা বাজারে পাওয়া লিপ স্ক্রাব ব্যবহার করতে পারেন। এতে মৃত কোষ দূর হবে, লিপস্টিক সমানভাবে ঠোঁটে বসবে।

২. ময়েশ্চারাইজার ব্যবহার করুন

এক্সফোলিয়েশনের পর ঠোঁটে হালকা লিপবাম লাগান। তবে খুব বেশি আর্দ্রতা থাকলে লিপস্টিক পিছলে যায়। তাই লিপস্টিক লাগানোর আগে টিস্যু দিয়ে আলতো করে লিপবামের অতিরিক্ত অংশ মুছে ফেলুন।

৩. প্রাইমার বা ফাউন্ডেশনের হালকা বেস

অনেকেই জানেন না, ঠোঁটে ফাউন্ডেশন বা কনসিলারের হালকা বেস দিলে লিপস্টিক বেশি সময় টেকে। এতে ঠোঁটের ন্যাচারাল কালার ঢাকা পড়ে, লিপস্টিকের শেড স্পষ্ট হয়ে ওঠে এবং দীর্ঘস্থায়ী হয়।

৪. লিপ লাইনারের জাদু

লিপস্টিক লাগানোর আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন করে নিন। এবং পুরো ঠোঁটেই হালকা করে ভরাট করুন। এটা লিপস্টিকের জন্য বেস হিসেবে কাজ করবে। পাশাপাশি, লিপস্টিক ছড়িয়ে যাওয়া থেকেও ঠোঁটকে বাঁচাবে।

৫. লেয়ারিং টেকনিক ব্যবহার করুন

একবার লিপস্টিক লাগিয়ে টিস্যু দিয়ে আলতো করে ব্লট করুন। তারপর আবার লিপস্টিক লাগান। এই দুই-তিনটি লেয়ারের কারণে লিপস্টিক অনেকক্ষণ স্থায়ী হয়। চাইলে মাঝখানে হালকা পাউডার ডাস্টিংও করতে পারেন।

৬. সঠিক ফর্মুলা বেছে নিন

যদি দীর্ঘক্ষণ বাইরে থাকতে হয়, তবে ক্রিমি বা গ্লসি লিপস্টিকের বদলে ম্যাট লং-লাস্টিং ফর্মুলা বেছে নিন। লিকুইড ম্যাট লিপস্টিক সবচেয়ে বেশি সময় টেকে। তবে ঠোঁট শুষ্ক না রাখার জন্য আগে ভালোভাবে ময়েশ্চারাইজ করা জরুরি।

৭. খাওয়ার সময় সাবধান

খাওয়ার সময় তেল-ঘি জাতীয় খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলো দ্রুত লিপস্টিক মুছে দেয়। জল খাওয়ার সময় গ্লাসে লিপস্টিক লেগে যাওয়ার হাত থেকে বাঁচতে স্ট্র ব্যবহার করতে পারেন।

আর যে বিষয়গুলো মাথায় রাখবেন —

  • লিপস্টিক লাগানোর পর ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করলে সেটি আরও দীর্ঘস্থায়ী হয়।
  • ঠোঁট যদি অনেক শুষ্ক হয়, তবে সপ্তাহে অন্তত ২-৩ বার ঘরোয়া লিপ মাস্ক ব্যবহার করুন।
  • শেড বাছার সময় ইভেন্টের ধরন মাথায় রাখতে হবে। যেমন দিনে হালকা ন্যুড, রাতে ডার্ক শেড লিপস্টিক দীর্ঘসময় ধরে বেশি ছাপ ফেলে।

এই টিপসগুলো মেনে চললে সারাদিন ঠোঁটে থাকবে পারফেক্ট রং আর নিখুঁত পাউট।