Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Tourism: বছর শেষে নতুন প্রাপ্তি! বেঙ্গল সাফারি পার্কে নয়া আকর্ষণ ‘আফ্রিকার রাজা’

Lion Safari: এখনও পর্যন্ত এই পার্কে মোট ১১টি বাঘ রয়েছে। মরসুমের সময় এখানে টাইগার সাফারি করতে ভিড় করেন দেশি-বিদেশি পর্যটকরা।

West Bengal Tourism: বছর শেষে নতুন প্রাপ্তি! বেঙ্গল সাফারি পার্কে নয়া আকর্ষণ 'আফ্রিকার রাজা'
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2022 | 3:06 PM

যদি সব পরিকল্পনা মাফিক চলে, তাহলে খুব শীঘ্রই বাংলার (West Bengal) মানুষ চোখের সামনে আফ্রিকার রাজাকে ঘোরাফেরা করতে দেখতে পাবেন। চলতি বছরের শেষের দিকেই বাসে চড়েই সামনে থেকে দেখা যাবে সিংহ, জেব্রার দলকে। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, বাংলায় এই প্রথমবার এই সাফারি (Lion Safari) চালু হতে চলেছে বছরের শেষেই। তিনিও এও জানিয়েছেন, ইতোমধ্যেই বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি (Tiger Safari) রয়েছে, এবার বাংলার মানুষ হাতের নাগালেই দেখতে পাবেন জঙ্গলের রাজাকে। আর এই কাজে বনবিভাগের সঙ্গে আগেই পরিকল্পনা করা হয়েছিল। সেইমত তারা কাজ করে চলেছে। রাজ্যের প্রথম লায়ন সাফারিকে পূর্ণতা দিতে এখন রীতিমত প্রস্তুতি তুঙ্গে।

প্রসঙ্গত, ২০১৬ সালে উত্তরবঙ্গের শিলিগুড়িতে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল, পার্কটি চালু করা হয়েছিল। এখনও পর্যন্ত এই পার্কে মোট ১১টি বাঘ রয়েছে। মরসুমের সময় এখানে টাইগার সাফারি করতে ভিড় করেন দেশি-বিদেশি পর্যটকরা। প্রায় ২০ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত এই সাফারি পার্কটি পশ্চিমঙ্গের জনপ্রিয় ও গর্ব বলা যেতে পারে। জানা গিয়েছে, রাজ্যের প্রথম লায়ন সাফারির মাস্টার প্ল্যান অনেক আগেই প্রকাশ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বন বিভাগের এক ঊর্ধ্বতন আধিকারিক। তাঁর কথায়, নভেম্বরের শেষদিকে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে এই সাফারির অনুমতির জন্য চিঠি দেওয়া হবে।

ইতোমধ্যেই এই সাফারি ঘিরে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একবার অনুমতি পেলেই পশু বিনিময় কর্মসূতি অনেকটাই প্রসস্ত হয়ে যাবে। বিদেশ থেকে পশু নিয়ে এসে এই সংরক্ষণালয়ে রাখার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। সেই তালিকায় সিংহ রয়েছে প্রথম সারিতেই। অন্যান্য চিড়িয়াখানা থেকে সিংহ নিয়ে আসা যাবে খুব শীঘ্রই। বনবিভাগের সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত টাইগার সাফারিতে প্রায় ১১টি বাঘ রয়েছে। এই কর্মকর্তা আরও জানিয়েছেন, পার্কের ভিতরে শুধু বাঘ প্রদর্শনই মুখ্য নয়, এখানে বাঘের প্রজনন ও সংরক্ষণ কেন্দ্রস্থল হিসেবে গড়ে উঠেছে। এর আগে বাঘের প্রজননের ঘটনাও সামনে এসেছে। সিংহ সাফারির ক্ষেত্রেও এমনাটাই পরিকল্পনা রয়েছে বলে তাঁর মত।

শুধু সিংহ সাফারি ঘিরেই নয়, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভে বাঘ ও পার্শ্ববর্তী কোচবিহার জেলার পাতলাখাওয়াতে একশৃঙ্গ গণ্ডার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। সেইমত কাজও চলছে